Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার মানসিক অবস্থা…’, মঞ্চে গওহর হয়ে ওঠার মুহূর্তটা অর্পিতার কাছে ঠিক কেমন

My Name Is Jaan: ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।

'আমার মানসিক অবস্থা...', মঞ্চে গওহর হয়ে ওঠার মুহূর্তটা অর্পিতার কাছে ঠিক কেমন
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 5:28 PM

এই রূপে অর্পিতা চট্টোপাধ্যায়কে আগে কেউ দেখেননি। নিজেকে ভেঙে যেভাবে মঞ্চে তিনি গওহর জান হয়ে উঠছেন, তা দেখে সকলেই মুগ্ধ। দুই বছর পরে আবারও গওহর রূপে সকলের সামনে ধরা দিলেন অর্পিতা। দুই বছর পর আবার মঞ্চস্থ হল ‘মাই নেম ইজ জান: আ ট্রিবিউট টু দ্য টাইমলেস লেগাসি অফ গওহর জান’। ২০২১ সালে প্রথম বার গওহরকে মঞ্চে নিয়ে আসেন অর্পিতা। মাঝে ছিল বেশ কিছুটা বিরতি। এবার নতুন সাজে নতুন ধাঁচে তা মঞ্চস্থ করছেন অভিনেত্রী। এই শো টানা দুই ঘন্টা ধরে দর্শক আসনে বসে দেখেছে, সকলে প্রশংসা করছেন। মুগ্ধ হচ্ছেন সকলে অর্পিতাকে দেখে। তালিকা থেকে বাদ পড়েননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ও।

‘মঞ্চে দারুণ উপস্থাপনা’, প্রশাংসায় পঞ্চমুখ সকলে। দিন দিন মানুষের প্রত্যাশা আরও বাড়িয়ে চলেছেন অর্পিতা। তবে নাটক যেদিন মঞ্চস্থ হয়, সেদিন তাঁর মনের অবস্থা কেমন থাকে? TV9 বাংলাকে তা জানালেন মঞ্চের গওহর। বললেন, “এটা ভাষায় বলাটা মুশকিল। যে কোনও থিয়েটারের ক্ষেত্রেই প্রথম বেল, দ্বিতীয় বেল, তৃতীয় বেল থাকে, প্রতিটা ক্ষেত্রেই যখন প্রথম বেলটা পরে মনে হয়, কেন করছি, কী দরকার ছিল? দ্বিতীয় বেলটার পড়ে মনে হয়, এটাই শেষ আর নয়, এই চিন্তা নিতে পারছি না। আর তৃতীয় বেলের পর যেটা মনে হয়, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। কী যে একটা রসায়ন তৈরি হয়! তখন আর ভাবনার জায়গাটাই থাকে না। তখন পুরো ভাবনার জায়গাটাই শূন্য। হয় তুমি থাকছো, নয় তুমি থাকছো না। এই তিনটে বেলের তিনটে ধাপে আমার মানসিক অবস্থা ঠিক এমনই থাকে।”

উল্লেখ্য, ‘মাই নেম ইজ জান’ নাটকটি লিখেছেন অবন্তী চক্রবর্তী এবং টিভিনাইন নেটওয়ার্কের এম ডি ও সিইও বরুণ দাস। অবন্তী চক্রবর্তীর পরিচালনা। নাটকটির নৃত্য পরিচালনার দায়িত্বে রয়েছেন রক্তিম গোস্বামী।