Kolkata Roads: কলকাতায় ঢোকা-বেরনোর মুখে রাস্তার রুটে বদল? কী বলছে পুলিশ?
Kolkata Roads: যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে তা সবই কার্যকর হচ্ছে ১০ অগস্ট থেকেই। সাংবাদিক বৈঠকে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, কোনা এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজ চলছে। এই কাজ চলার কারণে রাস্তা কিছু জায়গায় সংকীর্ণ হয়ে পড়েছে।

কলকাতা: একে বর্ষা, সঙ্গে রাস্তার বেহাল দশা! কখনও পার্কস্ট্রিট কখনও বাইপাস, নাকাল আম-আদমি। খানাখন্দে ভরা শহরে বাড়ছে ক্ষোভ। এদিনই আবার শহর কলকাতায় ঢোকার বেশ কিছু রাস্তা থেকে শুরু করে গোটা শহরেই যানজট সমস্যার সমধানে বেশ কিছু ওষুধের কথা বলল পুলিশ। একযোগে সাংবাদিক বৈঠক করতে দেখা গেল কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক-সহ লালবাজারের কর্তাদের।
যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে তা সবই কার্যকর হচ্ছে ১০ অগস্ট থেকেই। সাংবাদিক বৈঠকে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, কোনা এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজ চলছে। এই কাজ চলার কারণে রাস্তা কিছু জায়গায় সংকীর্ণ হয়ে পড়েছে। যান চলাচলের কেত্রে প্রভাব যেনো না পড়ে সে বিষয়ে সতর্ক রয়েছে কলকাতা ও হাওড়া পুলিশ।
পুলিশ, এই সমস্ত জায়গায় ট্র্যাফিক ম্যানেজ আগে থেকেই চলছিল। কিন্তু এখন সাঁতরাগাছি ব্রিজের কাছে কাজ বাড়ছে, ফলে রাস্তা সংকীর্ণ হচ্ছে। ডানকুনির দিক থেকে যেগুলি কলকাতার দিকে আসতো, আর কলকাতা থেকে যেগুলি ডানকুনির দিকে যেত, এই রুটে কমার্শিয়াল গাড়ি নিয়ে সমস্যা বাড়ছে। ট্র্যাফিকের উপর প্রেশার বাড়ছে। তা নিয়ে ইতিমধ্যেই হাওড়া, কলকাতা পুলিশ মিটিং করেছে হলেও সাংবাদিক বৈঠকে জানান হয় পুলিশের তরফে।
কোথায় কোথায় বদলাচ্ছে রুট?
দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে যে গাড়িগুলি আসতো কলকাতার দিকে সেগুলো মাইতি পাড়া হয়ে নিবেদিত সেতু হয়ে যাবে। দুপুরের সময় ১২টা থেকে ৪টে পর্যন্ত মাঝারি পাল্লার গাড়িগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হত। তবে আপাতত এগুলি বন্ধ রাখা হবে। তবে পোস্ত, বড়বাজারের কমার্শিয়াল ভেহিকেল যেরকম আসার আসবে। আন্দুল-আমতা রোডের পণ্যবাহী গাড়িগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন নেই। গোটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাক অপারেটরদের সঙ্গেও বৈঠকও করা হয়েছে। ১০ অগস্ট থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও নির্দিষ্ট সময় অন্তর অবস্থার বদল কতটা হবে, নতুন কোনও পরিবর্তন দরকার কিনা তা পর্যালোচনা করা হবে।
