Saayoni Ghosh Campaign: ভোটের সময় ছাতুর সরবত খেয়ে বাবার ‘দায়িত্ব’ কাঁধে তুলে নিলেন সায়নী

Sayani Ghosh Campaign: আজ একদম সক্কাল-সক্কাল ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন লোকসভার এই তৃণমূল প্রার্থী। তবে এ দিনটা আলাদা। কারণ 'রথ দেখা আর কলা বেচা' দুই হল। বাজারে গিয়ে প্রচারের সময় একদম সাধারণ মানুষের মতো সবজি কিনলেন দাম-দর করে।

Saayoni Ghosh Campaign: ভোটের সময় ছাতুর সরবত খেয়ে বাবার 'দায়িত্ব' কাঁধে তুলে নিলেন সায়নী
সায়নী ঘোষের প্রচার Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2024 | 11:09 AM

কলকাতা: এখন অনেক ব্যস্ততা। সামনেই লোকসভা নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। প্রচারের জন্য ঘুরতে হচ্ছে সকাল থেকে বিকেল। কম ঝক্কি নয়। আর কাজের মধ্যেও তাই শরীরের দিকেও নজর দিতে হবে। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। জানেন কি নির্বাচনে সায়নীর স্পেশাল ডায়েট কী?

রবিবার সায়নী জানালেন, শরীর ফিট রাখতে আপাতত ছাতুর সরবতই ভরসা তাঁর। কারণ ছাতুর সরবতে পুষ্টিগুণ যেমন রয়েছে পেটও ভরা থাকে অনেকক্ষণ। প্রতিদিন ভাত খেয়ে হয়ত বের হতে পারেন না। কারণ এক-একদিন এক-এক রকম প্রচারের সময় থাকে। সায়নী বললেন, “ভাত পেলে খাই নাহলে খাই না।”

আজ একদম সক্কাল-সক্কাল ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন লোকসভার এই তৃণমূল প্রার্থী। তবে এ দিনটা আলাদা। কারণ ‘রথ দেখা আর কলা বেচা’ দুই হল। বাজারে গিয়ে প্রচারের সময় একদম সাধারণ মানুষের মতো সবজি কিনলেন দাম-দর করে। লালশাক, ফুলকপি আরও কত কী। জানালেন, তিনি বাড়ি না থাকায় কার্যত অসুবিধায়ই হয়ে যাচ্ছে তাঁর বাবার। সেই কারণে বাজার করে নিয়ে যাচ্ছেন। একদিকে যেমন প্রচারও হল। তেমন আবার বাজার করাও হল।

প্রচার পর্বে সাংবাদিকরা সায়নিকে প্রশ্ন করেন তাঁর বিপরীতে দাঁড়ানো বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে নিয়ে। তৃণমূল নেত্রী বললেন, “সৃজন ভাল ছেলে। বামেরা যে এখন নতুন মুখদের তুলে আনছে এটা খুব ভাল কথা। এখন মানুষ বিচার করবেন কাকে ভোট দেবেন।”