Suman Biswas: পুরো বেতন কাটা গেল চাকরিহারা আন্দোলনকারী সুমনের, ‘যোগ্য’ শিক্ষকদের বললেন…
Sacked teacher Suman Biswas salary: বেতন কেটে নিলেও আন্দোলন থেকে যে তিনি সরে আসবেন না, এদিন ফের বুঝিয়ে দিলেন সুমন বিশ্বাস। একইসঙ্গে অন্য যোগ্য চাকরিহারা শিক্ষকদের ফের আন্দোলনে নামার অনুরোধ জানালেন। তিনি বলেন, "আমাদের যোগ্য চাকরি চুরি করে, দুর্নীতি করে, কেড়ে না নিলে আন্দোলনের প্রয়োজনীয়তা থাকত না।"

কলকাতা ও চুঁচুড়া: অগস্ট মাসে সম্পূর্ণ বেতন তিনি পাননি। কারণ, আন্দোলনে জড়িত থাকায় স্কুলে যেতে পারেননি। চাকরিহারা সেই শিক্ষক সুমন বিশ্বাস বললেন, সেপ্টেম্বরে কোনও বেতনই ঢোকেনি তাঁর অ্যাকাউন্টে। সব বেতন কেটে নেওয়া হয়েছে। পুজোর মাসে সব বেতন কেটে নেওয়ায় তিনি বলেন, সারা রাজ্য যখন পুজোর আনন্দে মেতে উঠেছেন, তখন তাঁর বাড়িতে বিষাদের সুর। তবে তিনি যে আন্দোলন থেকে সরে আসছেন না, এদিন সেকথাও স্পষ্ট করে দিলেন চাকরিহারা এই ‘যোগ্য’ শিক্ষক।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২০১৬ সালের এসএসসি-র প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। তবে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। সেই তালিকায় রয়েছেন চুঁচুড়ার কোদালিয়ার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, তার লিখিত পরীক্ষায় তিনিও বসেন।
একইসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের জন্যই নিয়মিত স্কুলে যেতে পারেননি। গতমাসে তাঁর বেতন থেকে ১৫ হাজারের বেশি টাকা কেটে নেওয়া হয়। আর সেপ্টেম্বরে তাঁর পুরো বেতন কেটে নেওয়া হয়েছে। এদিন সেকথা জানিয়ে সুমন বলেন, “রাজ্যবাসী যখন দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা, তখন যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসের বাড়িতেই বিষাদের ছায়া।” তাঁকে ও তাঁর পরিবারকে অনাহারে মারার চেষ্টার অভিযোগ তোলেন চাকরিহারা এই শিক্ষক। এদিনও তিনি বলেন, “আমাদের যোগ্য চাকরি চুরি করে, দুর্নীতি করে, কেড়ে না নিলে আন্দোলনের প্রয়োজনীয়তা থাকত না।”
বেতন কেটে নিলেও আন্দোলন থেকে যে তিনি সরে আসবেন না, এদিন ফের বুঝিয়ে দিলেন সুমন। একইসঙ্গে অন্য যোগ্য চাকরিহারা শিক্ষকদের ফের আন্দোলনে নামার অনুরোধ জানালেন। বললেন, “যোগ্য চাকরিহারা শিক্ষকদের আমার অনুরোধ, পুজোর পর আবার আন্দোলনে নামুন।”
