Salt Lake body Recover: বাগজোলা খালে চোখ যেতেই মাথায় হাত, এলাকাবাসী দৌড়লেন পুলিশ ডাকতে
Salt Lake Deadbody Recover: ঘটনাটি ঘটেছে এ দিন দুপুর নাগাদ সল্টলেক এ (A) ব্লক সংলগ্ন এলাকায়। এলাকাবাসীর বক্তব্য, দেহটি খালের মধ্যে আবর্জনায় আটকে ছিল। এরপর পুলিশ এসে সেটি উদ্ধার করে তুলে নিয়ে যায়। বিধাননগর উত্তর থানার পুলিশের অনুমান দেহটি বেশ কয়েকদিন আগের। তবে কোথা থেকে সেটি এল তার তদন্ত শুরু হয়েছে।
বিধাননগর: দুপুর নাগাদ তুমুল হইচই শুরু হল সল্টলেকে। বাগজোলা খালে ভাসছে দেহ। কার্যত পচে গিয়েছে দেহটি। আর তার দুর্গন্ধে টেকা দায় হয়ে যাচ্ছিল এলাকায়। এরপর বাগজোলা খালে চোখ যেতেই আঁতকে উঠলেন স্থানীয় বাসিন্দারা। আর দেরি না করে দ্রুত খবর দেওয়া হল বিধাননগর উত্তর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে এ দিন দুপুর নাগাদ সল্টলেক এ (A) ব্লক সংলগ্ন এলাকায়। এলাকাবাসীর বক্তব্য, দেহটি খালের মধ্যে আবর্জনায় আটকে ছিল। এরপর পুলিশ এসে সেটি উদ্ধার করে তুলে নিয়ে যায়। বিধাননগর উত্তর থানার পুলিশের অনুমান দেহটি বেশ কয়েকদিন আগের। তবে কোথা থেকে সেটি এল তার তদন্ত শুরু হয়েছে।
যদিও ওই যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসার পর তবেই জানা যাবে আদৌ কী ঘটেছিল। স্থানীয় বাসিন্দা ভোলা হালদার বলেন, “আমরা দেখছিলাম একটা লাস ভাসছে। তারপর কন্ট্রোলরুমে ফোন করেছি। পুলিশ এসেছে। আমরা দেখলাম উপুড় হয়ে পড়ে আছে।”