কলকাতা: ক্লাস ফোর পাশ করার পর অন্য স্কুল। নতুন স্কুলে পুরনো সহপাঠীদের পাশাপাশি নতুন সঙ্গী। আবার ক্লাস ফোর পর্যন্ত এক স্কুলে পড়া দুই বন্ধু আলাদা স্কুলেও ভর্তি হয়। বন্ধু বিচ্ছেদ ঘটে। কয়েক বছর আগে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাসের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তারপর ধাপে ধাপে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি যুক্ত করা হচ্ছে। এবার রাজ্যের ২৩৩৫টি প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভ যুক্ত করার সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দফতর। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই ওই স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি চালু হবে।
রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা ৪৯ হাজার ৩৭৫। ২০১৮ সালে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। কয়েক হাজার প্রাথমিক স্কুলে ইতিমধ্যে পঞ্চম শ্রেণি যুক্ত করা হয়েছে। সেই স্কুলগুলির পড়ুয়ারা পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়ার সুযোগ পাচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে তারা অন্য স্কুলে যাচ্ছে। এখনও বেশ কয়েক হাজার প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করা হয়নি।
বুধবার স্কুলশিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের ২৩৩৫টি প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হবে। ফলে এই শিক্ষাবর্ষের শেষে এই ২ হাজারের বেশি স্কুলে যে সব পড়ুয়া ক্লাস ফোর পাশ করবে, তারা নিজেদের স্কুলেই ক্লাস ফাইভে পড়ার সুযোগ পাবে।
ওয়াকিবহাল মহল বলছে, প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস ফাইভ যুক্ত হলে হাইস্কুলে ছাত্রসংখ্যা এক ধাক্কায় কয়েক লক্ষ কমে যাবে। এর ফলে হাইস্কুলের উপর চাপ কমবে। অনেকে হাইস্কুলে শিক্ষক ঘাটতির কথা উল্লেখ করছেন। তাঁদের বক্তব্য, নিয়োগ থমকে থাকায় হাইস্কুলে শিক্ষকের সংখ্যা কম। পঞ্চম শ্রেণি প্রাথমিক স্কুলগুলিতে যুক্ত হলে হাইস্কুলের শিক্ষকদের উপর চাপ কমবে। পঠন-পাঠনের উন্নতি হবে।