Nabanna: কোনও যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয়, BDO-দের ফের সার্ভের নির্দেশ মমতার

CM Mamata Banerjee: নবান্ন সূত্রে খবর, যে তালিকা নবান্নে গিয়েছে সেখানে যে নামগুলি বাদ পড়েছে সেই বিষয়টি আরও একবার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি পুরো জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আরও একবার তালিকাটি পুনর্মূল্যায়ন করেন তাঁরা। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, আবাসের বাড়ি বণ্টনের ক্ষেত্রে আরও মানবিক হতে হবে।

Nabanna: কোনও যোগ্য ব্যক্তি যেন বঞ্চিত না হয়, BDO-দের ফের সার্ভের নির্দেশ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2024 | 1:24 PM

কলকাতা: কেন্দ্র টাকা না দিলে আবাস যোজনার টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আবাস যোজনার কাজ শুরু হয়েছে জেলায়-জেলায়। আর সমীক্ষার কাজ শুরু হতেই দিকে-দিকে ক্ষোভের বিস্ফোরণ। কোথাও শাসক দলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, কোথাও আবার যাদের বাড়ির প্রয়োজন তাঁদের ছাদ না মেলার অভিযোগ। আর এই ধরনের একের পর এক অভিযোগ পেয়ে নড়চড়ে বসল নবান্ন। আবাসের তালিকা পুনর্মূল্যায়ন করতে বিডিও-দের নির্দেশ। কোনও যোগ্য ব্যক্তি যেন তালিকা থেকে বাদ না যায়, কড়া মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া নিয়ে মুখ্যসচিব-পঞ্চায়েত দফতরের সকলকে নিয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। যেখান থেকে বলা হয়, কেন্দ্রের সমস্ত শর্ত মানা হলেও একটি শর্ত মানবে না রাজ্য। সেখানেই দেখা যাচ্ছে আবাসের বাড়ির লিস্টে নাম তোলা নিয়ে বেশ কিছু গোলমালের অভিযোগ প্রকাশ্যে আসছে।

নবান্ন সূত্রে খবর, যে তালিকা নবান্নে গিয়েছে সেখানে যে নামগুলি বাদ পড়েছে সেই বিষয়টি আরও একবার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি পুরো বিডিও-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আরও একবার তালিকাটি পুনর্মূল্যায়ন করেন তাঁরা। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, আবাসের বাড়ি বণ্টনের ক্ষেত্রে আরও মানবিক হতে হবে।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ তুলে আবাস যোজনার টাকা কেন্দ্র বন্ধ করে দেয়। কার্যত সংঘাত বাদে রাজ্যের সঙ্গে কেন্দ্রের। সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বকেয়া টাকা তিনি দেবেন। সেই মতো কাজ শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে থেকে রাজ্য সরকার এই টাকা দেবে। এমনকী একশো দিনের কাজের টাকাও দিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়।