SSC Exam: পরীক্ষার হলে কী কী নিয়ে যাবেন আর কী নেবেন না, রইল সম্পূর্ণ তালিকা
SSC Exam: স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, নবম দশমে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। রবিবার মোট ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে কী নিয়ে যাওয়া যাবে আর কী নিয়ে যাওয়া যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে কমিশন।

কলকাতা: আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই নবম-দশম শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসবেন চাকরিপ্রার্থীরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাই ব্যস্ত। তবে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে স্কুল সার্ভিস কমিশনের কয়েকটি নির্দেশ জেনে রাখা দরকার চাকরিপ্রার্থীদের। এতে পরীক্ষাকেন্দ্রে গিয়ে অযথা সমস্যায় পড়তে হবে না। কী কী সেই নির্দেশ? পরীক্ষাকেন্দ্রে কী নিয়ে যাওয়া যাবে এবং কী নিয়ে যাওয়া যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে এসএসসি। পরীক্ষাকেন্দ্রে চাকরিপ্রার্থীদের কী করতে হবে, তা নিয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছে। জেনে নেওয়া যাক, কী বলছে স্কুল সার্ভিস কমিশন।
পরীক্ষাকেন্দ্রে কী কী নিয়ে যেতে হবে?
একজন চাকরিপ্রার্থীকে পরীক্ষায় বসার জন্য কী কী পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে এসএসসি। অ্যাডমিট কার্ড তো অবশ্যই নিয়ে যেতে হবে। কিন্তু, এবার শুধু অ্যাডমিট কার্ড নিয়ে গেলে হবে না। এর পাশাপাশি অরিজিনাল সচিত্র পরিচয়পত্র আধার কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। সেল্ফ অ্যাটেস্টেড আধার কিংবা ভোটার কার্ডের জেরক্সও নিয়ে যেতে হবে।
কালো কিংবা নীল স্বচ্ছ পেন নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের। আর তা দিয়েই ওএমআর শিট ভরতে হবে। তবে এসএসসি জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রেও তারা কলম রাখছে। ফলে কোনও চাকরিপ্রার্থী কালো কিংবা নীল স্বচ্ছ পেন নিয়ে না গেলেও চিন্তার কিছু নেই।
পরীক্ষাকেন্দ্রে কখন পৌঁছতে হবে?
এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষা শুরু দুপুর ১২টায়। কিন্তু, এসএসসি জানিয়েছে, ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে চাকরিপ্রার্থীদের। অর্থাৎ সকাল ১০টার মধ্যে চাকরিপ্রার্থীদের নিজের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।
পরীক্ষাকেন্দ্রে কী কী নিয়ে ঢোকা যাবে না?
কী কী জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ক্যালকুলেটর কিংবা কোনও ইলেকট্রনিক সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না। জলের বোতলে কোনও স্টিকার থাকলে তা নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষাকেন্দ্রের ভিতর মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ভেন্যু ইনচার্জের কাছে প্রত্যেক পরীক্ষার্থীকে মোবাইল জমা রাখতে হবে।
এসএসসি আরও জানিয়েছে, দেড়টায় পরীক্ষা শেষ। তার আগে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্র থেকে বেরতে পারবেন না। প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি থাকছে। ওএমআর শিট ও অ্যাটেন্ডেন্স শিটে সই করতে হবে চাকরিপ্রার্থীদের।
