RG Kar লাগোয়া রাস্তায় প্রতিবাদে না, ‘পাওয়ার ডমিনেশন চলছে’ বলছেন বুদ্ধিজীবীরা, উঠছে পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি
RG Kar Protest: শুধুমাত্র যে আরজি কর হাসপাতাল চত্বর এমনটা নয়। আরজি কর হাসপাতালের পাশে শ্যামবাজার মোড়, বেলগাছিয়ার একাধিক রাস্তায় জারি ১৬৩ ধারা। এই সমস্ত জায়গায় মিটিং, মিছিল, জমায়েতে থাকছে স্পষ্ট নিষেধাজ্ঞা।
শুধুমাত্র যে আরজি কর হাসপাতাল চত্বর এমনটা নয়। আরজি কর হাসপাতালের পাশে শ্যামবাজার মোড়, বেলগাছিয়ার একাধিক রাস্তায় জারি ১৬৩ ধারা। এই সমস্ত জায়গায় মিটিং, মিছিল, জমায়েতে থাকছে স্পষ্ট নিষেধাজ্ঞা। পুলিশি নির্দেশ অমান্য করলে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা। সে কারণেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরজি করের সামনে পুলিশের সংখ্যা আরও বেড়ে চলেছে বলে বলে মনে করা হচ্ছে। সাতদিন আরজি কর সংলগ্ন এলাকায় জমায়েত বেআইনি। উল্টোডাঙা, শ্যামপুকুর, টালা থানার কিছু রাস্তায় নিষেধাজ্ঞা। শ্যামবাজার ক্রসিং থেকে বেলগাছিয়া রোডে প্রতিবাদ নিষিদ্ধ। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। হাতে নেওয়া যাবে না লাঠি। শান্তি রক্ষার্থেই এই পদক্ষেপ। দাবি পুলিশের।
এদিকে পুলিশের এই নির্দেশে ক্ষোভে ফুঁসছেন বুদ্ধিজীবীরা। অভিনেতা ও নাট্যকর্মী নীল বলছেন, “পাওয়ার ডমিনেশন চলছে। এরও প্রতিবাদ করা উচিত। দরকার পড়লে আবার মিছিল করব।” চাপানউতোর চলছে রাজনৈতিক মহলেও। বিকাশ ভট্টাচার্য বলছেন, “কোনও আন্দোলনকে ওরা মেনে নিতে পারছেন না। ডার্বিও তো বন্ধ করে দিয়েছে। কলকাতা পুলিশ তার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে। পুলিশমন্ত্রীর পদত্যাগ করা উচিত।”
প্রসঙ্গত, এদিনই আবার দুপুরে শ্যামবাজার পর্যন্ত একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। পরবর্তীকালে শ্যামবাজার থেকে সেই মিছিল আরজি কর পর্যন্ত আসে কিনা এখন সেটাই দেখার। যদি মিছিল আসে তাহলে পুলিশ কী ব্যবস্থা নেওয়া সেদিকে নজর রয়েছে সব মহলের।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)