কলকাতা: কেউ বলছেন জিভ ছিঁড়ে নেওয়ার কথা। ডাংয়ের বাড়ি মারার হুঁশিয়ারি দিচ্ছেন কেউ। দংশনের নিদানও দিচ্ছেন কেউ। রাজ্যের বিভিন্ন প্রান্তেই তৃণমূল নেতা-নেত্রীদের এই ‘ফোঁস’-র গর্জন শোনা যাচ্ছে। সেই তালিকায় তৃণমূল বিধায়ক যেমন রয়েছেন। আবার জেলা পরিষদের সদস্যও রয়েছেন। আর এই কথার ‘বিষে’ দগ্ধ রাজ্য রাজনীতি। আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যের শাসকদলকে লাগাতার নিশানা করে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে গত বুধবার (২৮ অগস্ট) তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির কথা ফের বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বিরোধীদের সমালোচনা নিয়ে তিনি বলেন, “আমি বাংলাকে অসম্মান করতে দেব না। আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। তবে দেখলাম আমি এদের বিরুদ্ধে কখনও বদলা নিইনি। আমরা বলেছিলাম, বদল চাই, বদলা নয়। আজ বলছি, যেটা করার দরকার সেটা আপনারা ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না। তবে, কুৎসা-অপপ্রচার-চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাঁকে কামড়াবেন না। তবে ফোঁস তো করতে পারেন। আপনারা ফোঁস করতে শিখুন।” আর...