AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantanu Sen: আইএম‌এ’র অ্যাকাউন্টে রহস্যজনক দেড় কোটির লেনদেন, ফের বিতর্কে শান্তনু সেন

Controversy On Shantanu Sen: আইএমএ সূত্রে জানা গিয়েছে,  ২০১৫-১৮, এই তিন সালের মধ্যে ১ কোটি ৫৩ লক্ষ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছিল। এই তিন বছরে অ্যাকাউন্টের অভিভাবক ছিলেন শান্তনু-সহ চার চিকিৎসক।  আইএম‌এ'র অ্যাকাউন্ট ব্যবহার করে তৈরি হয় এই অ্যাকাউন্ট।

Shantanu Sen: আইএম‌এ'র অ্যাকাউন্টে রহস্যজনক দেড় কোটির লেনদেন, ফের বিতর্কে শান্তনু সেন
বিতর্কে শান্তনু সেন Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 26, 2025 | 5:34 PM
Share

কলকাতা:  আইএম‌এ’র অ্যাকাউন্টে রহস্যজনক দেড় কোটির লেনদেন! দেড় কোটির অ্যাকাউন্টের কোন‌ও উল্লেখ‌ই নেই আইএম‌এ’র নথিতে! অভিযোগ ঘিরে চাঞ্চল্য।  অ্যাকাউন্টের লেনদেন ঘিরে প্রশ্নের মুখে শান্তনু সেন, কাকলি সেন- সহ আর‌ও দুই চিকিৎসক। আর তার জেরে আবারও বিতর্কের মুখে শান্তনু সেন। লেনদেনের কৈফিয়ৎ চেয়ে চার সদস্যকে চিঠি করেছেন আইএম‌এ’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক শর্বরী দত্ত।

আইএমএ সূত্রে জানা গিয়েছে,  ২০১৫-১৮, এই তিন সালের মধ্যে ১ কোটি ৫৩ লক্ষ ৩৯ হাজার টাকার লেনদেন হয়েছিল। এই তিন বছরে অ্যাকাউন্টের অভিভাবক ছিলেন শান্তনু-সহ চার চিকিৎসক।  আইএম‌এ’র অ্যাকাউন্ট ব্যবহার করে তৈরি হয় এই অ্যাকাউন্ট।

সেই অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে দেড় কোটি টাকার লেনদেনের উৎস কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। আইএম‌এ’র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্নের মুখে শান্তনু শিবির।  TV9 বাংলার হাতে আইএম‌এ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চিঠির প্রতিলিপি।  আইএম‌এ’র যুগ্ম ফিনান্স সেক্রেটারি জ্যোতির্ময় পালের বক্তব্য, তিনি এই অ্যাকাউন্টের কথা কিছুই জানেন‌ না! তিনি বলেন, “অ্যাকাউন্টের আর্থিক লেনদেনে কোন‌ও অস্বচ্ছতা নেই।  তৎকালীন আইএম‌এ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে এই পদক্ষেপ।”

এদিকে আবার লেনদেন ঘিরে চিকিৎসক জ্যোতির্ময় পালের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ শান্তনু সেন। তাঁর বক্তব্য, “চিকিৎসক জ্যোতির্ময় পাল তো নিজে জিমার পদাধিকারী। কিছুই না জানতে পারলে সেটা তাঁর ব্যর্থতা।”