SIR in Bengal: মৃত ২১ লক্ষ, ভুয়ো ৯৮ হাজার! বঙ্গে ভোটার বাদের খাতায় বৃদ্ধি
West Bengal SIR Stats: যাতে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটার। কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটার চিহ্নিত হয়েছে। খোঁজ পাওয়া যায়নি পাঁচ লক্ষ ৫৩ হাজার ভোটারের। স্থানান্তরিত হয়েছেন ১৫ লক্ষ ১৩ হাজার ভোটার। ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে মোট ৯৮ হাজার ৬০০।

কলকাতা: ধীরে ধীরে বাড়ছে সংখ্যা। বাংলায় ১ কোটি ভোটার বাদ যাবে, বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু গেরুয়া শিবিরের দেওয়া সেই ‘লক্ষ্যমাত্রা’ এখনও বহু দূর। কমিশনের দেওয়া তথ্য় অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাদের তালিকায় রয়েছেন ৪৩ লক্ষ ৩০ হাজার ভোটার। আপাতত খসড়া তালিকায় থাকছেন না এই ভোটাররা।
মোট চারটি ক্ষেত্রে ভাগ করে এই প্রাথমিক পরিসংখ্য়ান জানিয়েছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের মাধ্যমেই তৈরি হয়েছে এই ‘বাদের তালিকা’। যাতে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ভুয়ো ভোটার। কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটার চিহ্নিত হয়েছে। খোঁজ পাওয়া যায়নি পাঁচ লক্ষ ৫৩ হাজার ভোটারের। স্থানান্তরিত হয়েছেন ১৫ লক্ষ ১৩ হাজার ভোটার। ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে মোট ৯৮ হাজার ৬০০। বলে রাখা প্রয়োজন, একুশের বিধানসভা নির্বাচনে ফলাফলের নিরিখে তৃণমূলের থেকে ৪২ লক্ষ ভোটে পিছিয়ে ছিল বিজেপি। কমিশনের এসআইআর কাজে ‘বাদের সংখ্যা’ পেরিয়ে গেল সেই গন্ডিও।
তবে এই সংখ্য়া যে একেবারে চূড়ান্ত এমনটা নয়। বিশেষ করে নিখোঁজ ভোটারের ক্ষেত্রেই বাড়া-কমার নজির রয়েছে। নিখোঁজ হিসাবে তাঁদের আপাতত চিহ্নিত করা হলেও, পরবর্তীতে যদি খোঁজ মেলে, তখন যুক্ত করে দেওয়া হবে খসড়া তালিকায়। অবশ্য, সোমবার ‘বাদ পড়ার ভোটারের’ পরিসংখ্যানের পাশাপাশি আরও একটি তথ্য তুলে ধরেছে কমিশন।
তাঁরা জানিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত মোট ‘আনকালেক্টেড ফর্ম’ অর্থাৎ বিএলও-র কাছে ভোটারের তরফ থেকে জমা না পড়া এনুমারেশন ফর্মের পরিসংখ্যান ৭ শতাংশ। এছাড়াও একাধিক বিধানসভা কেন্দ্রে প্রায় শেষ হয়ে গিয়েছে ফর্ম ডিজিটাইজডের কাজ। এখনও পর্যন্ত এই ডিজিটাইজডের নিরিখে এগিয়ে রয়েছে বসিরহাট উত্তর। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে ডিজিটাইজড হয়েছে ৯৬.০৫ শতাংশ ফর্ম। আনকালেক্টেড ফর্মের নিরিখেও ‘সাফল্য‘ পেয়েছে এই বিধানসভা কেন্দ্র। মাত্র ৩.৩৭ শতাংশ ফর্ম এখনও ‘আনকালেক্টেড‘, যা গোটা রাজ্য়ের নিরিখে সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি ‘আনকালেক্টেড ফর্ম‘ রয়েছে ব্যারাকপুরে। মোট ১৫.৬২ শতাংশ।
