SIR: ‘পকেটে বন্দুক রয়েছে, ইঙ্গিত করা হচ্ছে…’, কলকাতায় কী ভয়ানক অভিজ্ঞতার শিকার, জানালেন এক BLO
SIR: BLO-রাই মূলত একেবারে রুট স্তরে ময়দানে নেমে কাজ করছেন। সেক্ষেত্রে তাঁরা যে এহেন পরিস্থিতির শিকার হতে পারেন, তা আগেই আশঙ্কা করেছিলেন। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল যখন বাংলায় এসে বৈঠক করেছিল, তখন সে আশঙ্কা প্রকাশও করেছিলেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই BLO TV9 বাংলাকে ফোনে বলেন, “BLO হিসাবে যাঁরা কাজ করতে যাচ্ছেন, তাঁদের অভিজ্ঞতা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ম্যাপিং চলছে। সে সময়ে যে বিষয়গুলো দেখতে পারছি, কলকাতার পূর্ব প্রান্তে বহু বয়স্ক লোক ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করছেন। তাঁদের কারোর বয়স ৭০, কারোর ৭৫ হয়ে গিয়েছে। একাধিক আধার কার্ড দেখাচ্ছেন তাঁরা।” তাঁর অভিযোগ, “BLO-রা যদি আধার কার্ড দেখে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে সম্মত না হন, তখন তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। নাম না রাখলে প্রলোভিত করা হচ্ছে, টাকা দিয়ে পুষিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হচ্ছে। তাতে না রাজি হলেও ইঙ্গিত করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, পকেটে রিভলবার রয়েছে। ভোটার লিস্টে নাম তুলে দিতেই হবে।”
আশঙ্কার সুরেই তিনি বলেন, “একবার ভেবে দেখুন, খাস কলকাতাতেই যদি এই পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভাবুন গ্রাম বাংলায় কী হবে। BLO-দের অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে। আশা করব নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা করবে।”
BLO-রাই মূলত একেবারে রুট স্তরে ময়দানে নেমে কাজ করছেন। সেক্ষেত্রে তাঁরা যে এহেন পরিস্থিতির শিকার হতে পারেন, তা আগেই আশঙ্কা করেছিলেন। জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল যখন বাংলায় এসে বৈঠক করেছিল, তখন সে আশঙ্কা প্রকাশও করেছিলেন তাঁরা। সূত্রের খবর, কোলাঘাট অডিটোরিয়ামে বৈঠকের সময়ে তিন জেলার BLO-দের বৈঠকে মোটের উপর প্রশ্ন ছিল, আধার কার্ড দেখিয়ে যদি কেউ নাম তোলাতে চান, তাহলে কী করবেন? সেক্ষেত্রে কমিশনের আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছিলেন, কোনও ভাবেই যেন ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ না যায়, আর ভুয়ো ভোটারের নাম অন্তর্ভুক্ত না হয়। আধারকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। এর বেশি গুরুত্ব দেবে না ইসিআই। সব মিলিয়ে আধার কার্ড ইস্যুতেই নানা ভাবে জর্জরিত BLO-রা।
বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আমি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলাম। যেভাবে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তের ওপর হুমকি রাখা হচ্ছিল, তাতে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিক।”
যদিও এই নিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “স্ক্রিপ্ট খুব খাজা। ক’দিন আগে SSC পরীক্ষার আগে শুভেন্দু দাবি করেছিলেন, প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, তার অডিয়ো আছে, আমরা তো বলেছিলাম সামনে আনতে। আবার এখন নাম প্রকাশে অনিচ্ছুক BLO বলছেন এসব কথা। তাহলে তথ্যপ্রমাণ-সহ নির্বাচন কমিশনের কাছে সবটা জানান। নাটকের গল্প।”
