Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Congress: পার্থদের হাত ধরে গিয়েছিলেন তৃণমূলে, বুধবারই ‘ঘরে’ ফিরছেন প্রণব-পুত্র

Congress: বুধবার সেই যোগদান হতে চলেছে বলে খবর। দুপুর একটা নাগাদ বিধানভবনে কংগ্রেস নেতাদের হাত ধরে হাত শিবিরে যোগ দিতে চলেছেন অভিজিৎ। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক, বিধায়ক গুলাম আহমেদ মীর।

Congress: পার্থদের হাত ধরে গিয়েছিলেন তৃণমূলে, বুধবারই ‘ঘরে’ ফিরছেন প্রণব-পুত্র
একুশে তৃণমূলে যোগদানের ছবি Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2025 | 6:17 PM

কলকাতা: তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এই খবর সামনে আসতেই বঙ্গ রাজনীতির আঙিনায় শুরু হয়েছে জোর চর্চা। ২০২১ সালের ৫ জুলাই পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিৎ। তারপর কেটেছে দীর্ঘ সময়। বঙ্গে রাজনীতিতেও বদলেছে অনেক সমীকরণ।

বঙ্গ রাজনীতির আঙিনায় এক সময়ের জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কংগ্রেসের সম্পর্ক আদায়-কাঁচকলায়। রোজই নানা ইস্যুতে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন অধীর চৌধুরী, শুভঙ্কর সরকারের মতো হেভিওয়েট নেতারা। এদিকে বছর ঘুরলেই আবার লোকসভা ভোট। তার আগে প্রণব পুত্রের ‘ঘরে’ ফেরা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের। 

বুধবার সেই যোগদান হতে চলেছে বলে খবর। দুপুর একটা নাগাদ বিধানভবনে কংগ্রেস নেতাদের হাত ধরে হাত শিবিরে যোগ দিতে চলেছেন অভিজিৎ। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক, বিধায়ক গুলাম আহমেদ মীর। থাকার কথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি এবং পশ্চিমবঙ্গের সহ- পর্যবেক্ষক অম্বা প্রসাদ, আসাফ আলী খানের। থাকছেন অন্যান্য প্রাদেশিক এবং জেলা নেতৃত্বও। প্রসঙ্গত, ২০১২ সালে প্রণব মুখোপাধ্যায়ের ছেড়ে যাওয়া জঙ্গিপুর আসন থেকে জিতে লোকসভায় যান অভিজিৎ। ২০১৪ সালে জিতে ফের সাংসদ হন। ২০১৯ সালে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান প্রণব পুত্র।