Kolkata Durga Puja: মণ্ডপ জুড়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সুরুচি সঙ্ঘের পুজো যেন ইতিহাসের পাতা
Suruchi Sangha: পরাধীন ভারতে স্বাধীনতা অর্জনের জন্য যে বিপ্লবীরা নিজেদের স্বার্থ বলিদান দিয়েছিলেন, তাঁদের আহুতির কথাই তুলে ধরা হয়েছে এবারের মণ্ডপে। সেই স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদা দেওয়াই মূল উদ্দেশ্য উদ্য়োক্তাদের। মণ্ডপে প্রতিদিনই বাড়ছে ভিড়।

কলকাতা: আজ ষষ্ঠী। দুর্গার বোধন। আলোয়-আয়োজনে প্রস্তুত গোটা শহর। প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাও শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো এবারও সুরুচি সঙ্ঘের পুজো ঘুরে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। কলকাতা শহরের বড় পূজাগুলির মধ্যে অন্যতম এটি। এবার এই ক্লাবের পুজোর থিম আহুতি।
পরাধীন ভারতে স্বাধীনতা অর্জনের জন্য যে বিপ্লবীরা নিজেদের স্বার্থ বলিদান দিয়েছিলেন, তাঁদের আহুতির কথাই তুলে ধরা হয়েছে এবারের মণ্ডপে। সেই স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদা দেওয়াই মূল উদ্দেশ্য উদ্য়োক্তাদের।

মণ্ডপে ঢুকলে দেখতে পাবেন ক্ষুদিরাম বসুর মূর্তি। যুব বয়সেই তিনি কীভাবে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, সেই কাহিনি লেখা রয়েছে। মণ্ডলের দেওয়াল জুড়ে আঁকা রয়েছে সেই সব অজানা সংগ্রামের ইতিহাস। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা করা হয়েছে মূর্তি। এক পুরনো বাড়ির আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটি।

বরাবরই সুরুচি সঙ্ঘ অভিনবত্ব আনে তাদের থিমে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাধারণ মানুষও এই মণ্ডপ বেশ পছন্দ করেছে। প্রতিদিনের ভিড়ই সে কথা বলছে। দর্শকরা ভিতরে ঢুকে মন ভরে ছবি তুলছেন। সপ্তমী, অষ্টমীতে ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
