AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: রাজ্যে আসছে কমিশনের বিশেষ টিম, বুধ-বৃহস্পতি একগুচ্ছ বৈঠক, বাংলায় SIR ঘোষণা কি সময়ের অপেক্ষা?

Special team of ECI: এদিন রাতে কলকাতায় পৌঁছবে কমিশনের বিশেষ টিম। বুধবার সকাল দশটা থেকে উত্তরবঙ্গ বাদে সব জেলার জেলাশাসক, ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার(ERO)-দের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। বৈঠক শেষে প্রথমে রাজারহাট-গোপালপুর তারপর বারাসত যাবেন। বৃহস্পতিবার সকাল দশটায় কোলাঘাটে পৌঁছবেন।

SIR: রাজ্যে আসছে কমিশনের বিশেষ টিম, বুধ-বৃহস্পতি একগুচ্ছ বৈঠক, বাংলায় SIR ঘোষণা কি সময়ের অপেক্ষা?
কী কী কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিমের?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 07, 2025 | 7:50 PM
Share

কলকাতা: বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) পর ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায়ও কি বিধানসভা নির্বাচনের আগে SIR হবে? বেশ কিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে মঙ্গলবার রাতে বাংলায় আসছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম। সেই টিমে থাকছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ চার কমিশন কর্তা। বুধ ও বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি রয়েছে কমিশনের বিশেষ টিমের।

জানা গিয়েছে, SIR নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় আসছে কমিশনের বিশেষ টিম। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দিচ্ছে তারা। রাজ্যে এসে ওই তিন জেলার সঙ্গে আলাদা বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। এছাড়া রাজারহাট-গোপালাপুরে সব আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা।

এদিন রাতে কলকাতায় পৌঁছবে কমিশনের বিশেষ টিম। বুধবার সকাল দশটা থেকে উত্তরবঙ্গ বাদে সব জেলার জেলাশাসক, ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার(ERO)-দের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। বৈঠক শেষে প্রথমে রাজারহাট-গোপালপুর তারপর বারাসত যাবেন। বৃহস্পতিবার সকাল দশটায় কোলাঘাটে পৌঁছবেন। সেখানে তিন জেলা-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, বৈঠকের জন্য কেন ওই তিন জেলাকে আলাদা করে বেছে নেওয়া হল? বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর। সেজন্যই কি এই জেলায় বাড়তি নজর দেওয়া হচ্ছে? সূত্রের খবর, বিজেপি অভিযোগ করেছে, সরকারি কর্মীদের বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বিএলও (বুথ লেভেল অফিসার) হিসেবে নিয়োগ করা হচ্ছে। এতে ভোটার তালিকায় গরমিল হতে পারে। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি ছিল। কমিশনের আধিকারিক জানাচ্ছেন, বাঁকুড়ায় ২০০২ সালের ভোটার তালিকার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের অনেকের নাম ২০২৫ সালের তালিকায় পাওয়া যায়নি। সবকিছু খতিয়ে দেখবে কমিশন।

সূত্রের খবর, রাজারহাট গোপালপুর নিয়েও তৎপর কমিশন। রাজারহাটের ডিস্ট্রিক্ট অফিসার (ডিইও), আইটি সেল, ERO-দের নিয়ে বৈঠক করবে কমিশন। রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন, এই দুটি বিধানসভা কেন্দ্রের সব বিএলও-দের নিয়ে বৈঠক আছে। ইতিমধ্যেই সেখানকার ERO-দের বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশন। সব মিলিয়ে বাংলায় এসআইআর হলে কমিশন যে একেবারে ময়দানে নেমে কাজ করতে চায়, তা স্পষ্ট।