AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Tainted Candidate: ২৬৯ জন দাগি প্রার্থীকে খুঁজে বের করল SSC

SSC Tainted Candidate: দাগি প্রার্থীদের পরীক্ষায় না বসার আবেদন জানানো হয়েছিল এসএসসি-র তরফে। কিন্তু শণাক্ত করার ক্ষেত্রে সমস্যা ছিল। ফলে দাগিদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়ে দিয়েছেন। এবার খোঁজার পালা। বিজ্ঞপ্তিতে কমিশনের আবেদন যাঁরা দাগি হয়েও পরীক্ষায় বসেছেন, তাঁরা অবিলম্বে জানান।

SSC Tainted Candidate: ২৬৯ জন দাগি প্রার্থীকে খুঁজে বের করল SSC
কী বলল কমিশন?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 29, 2025 | 2:56 PM
Share

কলকাতা: নতুন করে পরীক্ষা হওয়ার আগেই হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে কোনও দাগি প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। কিন্তু পরীক্ষা হওয়ার পর একে একে বেরিয়ে আসছে দাগি প্রার্থীদের নাম। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৬৯ দাগি প্রার্থীর নাম খুঁজে বের করা হয়েছে।

দাগি প্রার্থীদের পরীক্ষায় না বসার আবেদন জানানো হয়েছিল এসএসসি-র তরফে। কিন্তু শণাক্ত করার ক্ষেত্রে সমস্যা ছিল। ফলে দাগিদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়ে দিয়েছেন। এবার খোঁজার পালা। বিজ্ঞপ্তিতে কমিশনের আবেদন যাঁরা দাগি হয়েও পরীক্ষায় বসেছেন, তাঁরা অবিলম্বে জানান।

তবে সেই ২৬৯ জনের মধ্যে সবাই পাশ করেছেন কি না, তা স্পষ্ট নয়। এর মধ্যে হাতে গোনা কয়েকজন পাশ করেছেন বলে সূত্রের খবর। শেষ মুহূর্তে তাঁদের শনাক্ত করে বাদ দেওয়া হয়েছে। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় কোনও অযোগ্য প্রার্থী থাকলে কর্তৃপক্ষকে জানানোর আর্জি এসএসসির।

প্যানেল শেষ হওয়ার পর কাদের নিয়োগ করেছিল কমিশন, সেটাই জানতে চেয়েছে রাজ্যের উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ। পাশাপাশি, চলতি বছরের নিয়োগ প্যানেলের লিখিত পরীক্ষার OMR আপলোডেরও নির্দেশ দিয়েছে বেঞ্চ। আদালতের কাছে এই তালিকা পেশের জন্য একটি ডেডলাইনও বেঁধে দিয়েছেন বিচারপতি। হাইকোর্ট সূত্রে খবর, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই মেয়াদ উত্তীর্ণ প্যানেলের নিযুক্ত প্রার্থীদের তালিকা আদালতে পেশ করতে হবে কমিশনকে। ফলে একাধিক জটে আটকে রয়েছে এসএসসি।