Calcutta High Court: পার্ট টাইম টিচারদের নিয়ে আদালতে বড় বার্তা দিল এসএসসি
SSC Recruitment: দু'জন আংশিক সময়ের শিক্ষককে অভিজ্ঞতার নম্বর দেওয়া হয়, তাহলে সবাইকে সেই নম্বর দিতে হবে, এমন দাবি জানিয়েই হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। আগামী ২ ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে শুরু থেকেই অভিযোগ তুলেছিলেন আংশিক সময়ের শিক্ষকরা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দিতে হবে বলে আগেও দাবি জানিয়েছিলেন তাঁরা। আর এবার ফলাফল প্রকাশের পর মামলা হল হাইকোর্টে। কারণ দু’জন আংশিক সময়ের শিক্ষককে পূর্ব অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ।
গত শনিবারই এসএসসি-র একাদশ ও দ্বাদশের শিক্ষক-শিক্ষিকাদের ইন্টারভিউর তালিকা প্রকাশ করা হয়েছিল। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে অনেক বিতর্ক সামনে এসেছে। তার মধ্যেই ইন্টারভিউয়ের দিন স্থির করেছে কমিশন। আগামী ২৬ নভেম্বর ইন্টারভিউ হবে। আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে বলে মঙ্গলবার সন্ধেয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। এরই মধ্যে পার্ট টাইম টিচারদের নিয়ে মামলা হল আদালতে।
যদি দু’জন আংশিক সময়ের শিক্ষককে অভিজ্ঞতার নম্বর দেওয়া হয়, তাহলে সবাইকে সেই নম্বর দিতে হবে, এমন দাবি জানিয়েই হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। আগামী ২ ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ২ ডিসেম্বরেই হবে পরবর্তী শুনানি।
পার্ট টাইম টিচার সংগঠনের তরফ থেকে আগেই এসএসসি-কে স্মারকলিপি দিয়ে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার দাবি জানানো হয়েছিল। শুধু উচ্চ মাধ্যমিক স্তরের আংশিক শিক্ষকের সংখ্যা প্রায় ১০,০০০। উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে সেই সংখ্যা প্রায় ২০ হাজার মতো। তাঁরা ক্লাসও করান, পরীক্ষার খাতাও দেখেন, তাহলে কেন তাঁদের অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেছিলেন পার্টটাইম শিক্ষকরা।
