Suvendu Adhikai attacks Madan Mitra: ‘মদন চিহ্নিত মাতাল, কোম্পানির কর্মচারীর সঙ্গে আমি লড়ি না,’ বেনজির আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari On Madan Mitra:
কলকাতা: মমতার কথায় তিনি ‘রঙিন ছেলে’। সেই মদন মিত্রকে (Madan Mitra) বেনজির আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রাক্তন মন্ত্রীকে ‘চিহ্নিত মাতাল’ বলে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী নেতা। কিন্তু হঠাৎ কেন এমন আক্রমণ?
ফ্ল্যাশব্যাক:
একুশের ভোটের আগে শুভেন্দু দল ছাড়ার পরেই তাঁকে ধারাবাহিক আক্রমণ শানিয়েছে তৃণমূল। আর প্রাক্তন মন্ত্রী মদন মিত্র অহরহ নিজেকে ইমানদার আর শুভেন্দুকে বেইমান বলে আক্রমণ করে আসছেন। ভোটের সময় বিভিন্ন সভা থেকে তিনি মমতার কাছে অনুমতি চেয়েছেন শুভেন্দুর বিরুদ্ধে ভোটযুদ্ধে যেতে। যদিও একুশের ভোটে খোদ তৃণমূল সুপ্রিমোই লড়াইয়ে নেমেছিলেন তাঁর একসময়ের সেনাপতির বিরুদ্ধে। তবে স্বল্প ব্যবধানে হারতে হয় তাঁকে।
এদিকে এখনও মদন শুভেন্দুর বিরুদ্ধে ভোটে লড়তে চান। সম্প্রতি খড়গপুরের এক সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানান মদন মিত্র। জানান, বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তাঁর সঙ্গে লড়াইয়ে নামুন তিনি। তাঁর কথায়, ‘শুভেন্দু মায়ের লাল হলে নন্দীগ্রাম থেকে ইস্তফা দিক। আমি কাল কামারহাটি ছেড়ে দিচ্ছি। ২৯৪ বিধানসভার যেকোনও আসনে চ্যালেঞ্জ দিচ্ছি। শের ভুখা মার জায়েগা, লেকিন চুহা নেহি খায়েগা।” আর তাঁর এই আক্রমণের জবাবেই তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী
কী বলেছেন শুভেন্দু?
বুধবার সাংবাদিকরা মদনের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাইতেই তাচ্ছিল্যের সুর শোনা যায় শুভেন্দুর গলায়। তিনি কটাক্ষের সুরে বলেন, “প্রথম কথা একজন চিহ্নিত মাতালের কথার উত্তর দেওয়া মুশকিল।” ফের জোর দিয়ে শুভেন্দুকে বলতে শোনা যায়, “একজন চিহ্নিত মাতাল। এস্টাব্লিশড মাতাল… সারা পশ্চিমবঙ্গের লোক জানে”।
এখানেই থামেননি তিনি। বলেন, “দ্বিতীয় কথা মদন মিত্র যে কোম্পানির কর্মচারী, সেই কোম্পানির মালিককে মাত্র আট মাস আগে ১, ৯৫৬ ভোটে নন্দীগ্রামে হারিয়েছি আমি। মালিককে যে হারাতে পারে সে কেন কর্মচারীর সঙ্গে লড়বে!” শুভেন্দু আরও যোগ করেন, “মদন মিত্রকে স্মরণ করিয়ে দিই, উনি জেলে ছেলেন। যাঁর বিরুদ্ধে আজ বলছেন… কামারহাটিতে কেউ ওঁর প্রচারে যাচ্ছিল না। আমার কাছে ওঁনার মেয়ে-জামাই এসে বিশেষ ভাবে অনুরোধ করে ওঁনার প্রচার সভায় নিয়ে গিয়েছিলেন।”
শুভেন্দু, মদন দু’জনেই একসময় তৃণমূলের অন্যতম নেতা ছিলেন। আবার মদন মিত্রের পর রাজ্যের পরিবহণ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন শুভেন্দু। তবে একুশের ভোটের সময় একে অন্যকে তীব্র নিশানা করেছেন তাঁরা। তবে এদিনের কটাক্ষ বেনজির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: Jagdeep Dhankhar: জিটিএ ‘দুর্নীতির আখড়া’, বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট চাইলেন রাজ্যপাল