BJP: প্রচারের মাঝে পানা পুকুরে ডুব সুভাষের, সাতসকালেই কাটলেন সাঁতার

BJP: বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ২৫ মে। তার আগে প্রচারে চমক আনতে মরিয়া সব দলের প্রার্থীরাই। জোরকদমে চলছে প্রচার। প্রচারে ঢিলে দিতে রাজি নন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারও।

BJP: প্রচারের মাঝে পানা পুকুরে ডুব সুভাষের, সাতসকালেই কাটলেন সাঁতার
পানা পুকুরে ডুব সুভাষের (ফাইল ছবি) Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2024 | 9:24 AM

বাঁকুড়া: কখনও প্রচারে বেরিয়ে জুতো পালিশ করেছেন। কখনও আবার প্রচারে বেরিয়ে গরমে মানুষকে স্নান করিয়ে দিয়েছেন। বিগত কয়েকদিনে নানা ভূমিকায় দেখা গিয়েছে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। রবিবার সকালে দলের অনুগামীদের নিয়ে নেমে পড়লেন আস্ত পানা পুকুরে। হাত পা ছুঁড়ে সাঁতার কাটলেন বেশ কিছুক্ষণ। কিন্তু কেন এমন কাণ্ড? 

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ আগামী ২৫ মে। তার আগে প্রচারে চমক আনতে মরিয়া সব দলের প্রার্থীরাই। জোরকদমে চলছে প্রচার। প্রচারে ঢিলে দিতে রাজি নন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারও। রোজই নিচ্ছেন অভিনব সব কৌশল। এর আগে আম্বেদকরের জন্মদিনে র‍্যালিতে নিজে হাতে জুতো পালিশ করেছিলেন তিনি। প্রচারে বেরিয়ে প্রবল গরমে এক ব্যক্তিকে স্নান করিয়ে দিতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার তিনি যা করলেন তাতে হতবাক বাঁকুড়ার মানুষ। 

মোদীর ছবি লাগানো গেঞ্জি গায়ে রবিবার সাত সকালে নিজের পাড়ার পানা পুকুরে সদলবলে নেমে পড়লেন তিনি। হাত পা ছুঁড়ে সাঁতারের বিভিন্ন কসরতও দেখালেন। জল থেকে উঠে এসে সুভাষ সরকারের দাবি লোকসভা নির্বাচনের প্রচারে রাজনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক বার্তাও দিতে চান। শিশুদের সাঁতার শেখানো ঠিক কতটা জরুরি, সাঁতার শেষে সেই বার্তাও দিতে দেখা যায় সুভাষকে। 

এই খবরটিও পড়ুন

এদিকে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে জেলাজুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। এবার সেই কেন্দ্রীয় বাহিনীর টহলে পা মেলালেন বাঁকুড়ার দুই শীর্ষ আধিকারিক জেলা শাসক সিয়াদ এন ও পুলিশ সুপার বৈভব তেওয়ারি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি খতিয়ে দেখলেন বুথের পরিকাঠামো।