Suvendu on Mamata: ‘ওইদিন নবান্নে ঢুকলে আপনি বেরোতে পারবেন না’, ৯ অগস্ট নিয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
Suvendu on Mamata: কলকাতা পুলিশের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “ওনাদের কত জল কামান, টিয়ার গ্যাস আছে দেখব আমি! রাখি বন্ধন সকালে হয়ে যাবে। নবান্ন অভিযান বেলা ১২টার পরে হবে।”

কলকাতা: ৯ অগস্ট একবছর পূর্ণ হচ্ছে আরজি কর কাণ্ডের। আর সেই দিনই ফের নবান্ন অভিযান। প্রস্তাব নিয়ে একদিন আগেই তিলোত্তমার মা-বাবার কাছে অভিযানের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্মতি মিলেছে। রবিবার সকালে সেই প্রসঙ্গ উঠতেই ফের একবার গর্জে উঠলেন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। চ্যালেঞ্জ ছুঁড়লেন কলকাতার নগরপালকেও।
কিন্তু, বিজেপি কী এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে? শুভেন্দু যদিও বলছেন, “আমি প্রস্তাব দিয়েছিলাম। তিলোত্তমার মা-বাবা এটাকে ডিক্লেয়ার করেছেন।” তবে তাঁরা যে আয়োজকের ভূমিকায় থাকছেন সে কথাও বললেও। স্পষ্টই বলেন, “আমরা অংশ নেব। আমি আয়োজনও করব যাতে হাজার হাজার লোক আসে। তিলোত্তমার মা-বাবাকে সঙ্গে নিয়ে আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব।”
ঠিক এরপরই কলকাতা পুলিশের বিরুদ্ধে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, “ওনাদের কত জল কামান, টিয়ার গ্যাস আছে দেখব আমি! রাখি বন্ধন সকালে হয়ে যাবে। নবান্ন অভিযান বেলা ১২টার পরে হবে।” দফায় দফায় সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হুঙ্কারের সুরে বলেন, “দিদির কাছ থেকে রাখি নিয়ে আর একটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে আমি আটকাব। পারলে আটকান! আমি বলে গেলাম সিপি মনোজ ভর্মাকে। রানি রাসমনি রোডে জমায়েত হব। সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে। আর একটা চেষ্টা করছি হাওড়া থেকে। আগের বার ৮টায় ঢুকেছিলেন, এবার আগের দিন রাত থেকে থাকবেন। ঢুকলে আপনি বেরোতে পারবেন না। আমি বলে গেলাম।”





