Suvendu Adhikari: চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির প্রতিবাদের আঁচ বিধানসভায়, বুধবার থেকে পথে বিজেপি
Suvendu Adhikari: ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার গ্রেফতার করেছে ইউনুস সরকারের পুলিশ। মঙ্গলবার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত।
কলকাতা: ইস্কনের ধর্মীয় নেতা চিন্ময়কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ঘিরে উত্তাল বাংলাদেশ। তার আঁচ ভারতেও। চিন্ময়কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেহালায় রয়েছে মশাল মিছিল। বুধবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযান রয়েছে। বৃহস্পতিবার রয়েছে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলও। চিন্ময়কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে, সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে।
বিধানসভার বাইরে দাঁড়িয়েও এদিন বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “তৃণমূল প্রতিবাদ করবে না। ওরা মুসলিম লিগ ২। আমরা করব।”
প্রসঙ্গত, ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সোমবার গ্রেফতার করেছে ইউনুস সরকারের পুলিশ। মঙ্গলবার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশের আদালত। পুলিশ নিজেদের হেফাজতে না চাওয়ায় তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম।