Maharashtra CM Aspirants: কলকাঠি নাড়ছে সঙ্ঘ! মায়ানগরীর মসনদে কে? শিন্ডে, ফড়ণবীস নাকি পওয়ার?

Maharashtra CM Aspirants: সূত্রের খবর, মহারাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতেই বিজেপির 'চাণক্য' অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি।

Maharashtra CM Aspirants: কলকাঠি নাড়ছে সঙ্ঘ! মায়ানগরীর মসনদে কে? শিন্ডে, ফড়ণবীস নাকি পওয়ার?
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 5:42 PM

ইতিমধ্যেই দু’দিন পার হয়ে গিয়েছে। মহারাষ্ট্র বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়েছে বিরোধীরা। বিজেপি নেতৃত্বাধীন ‘মহাযুতি’ জোট বিপুল আসনে জয় পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই। তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন? এখন মারাঠাভূমি ছাড়িয়ে এটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জাতীয় রাজনীতিতে।

তুমুল টানাপোড়েনের মধ্যেই সোমবার দিল্লি উড়ে গিয়েছেন মহারাষ্ট্রের বিদায়ী মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। আর তারপরেই আরও বেড়েছে জল্পনা। যদিও ফড়ণবীস জানিয়েছেন, লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের বিয়ে উপলক্ষেই দিল্লি গিয়েছেন তিনি। সূত্রের খবর, মহারাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতেই বিজেপির ‘চাণক্য’ অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি।

জানা গিয়েছে, ভোটের আগে থেকেই আরএসএস-এর সঙ্গে বেশ নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন ফড়ণবীস। এমনকী, প্রায় বার ছয়েক বৈঠকও করেন নাগপুরে। বিজেপির রণকৌশল কী হবে, তাও নাকি ঠিক করা হয় সেই বৈঠকেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফড়ণবীসকেই মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চাইছে বিজেপি এবং সঙ্ঘ।

অন্যদিকে, একনাথ শিন্ডে শিবিরের দাবি, লোকসভা ভোটে মহারাষ্ট্রে খারাপ ফলের কারণ হল, বিজেপির বিরুদ্ধে মানুষের চাপা ক্ষোভ। কিন্তু আবার একনাথ শিন্ডের উপর ভরসা করেছেন সেই মানুষই। তাই বিধানসভা ভোটে ক্ষোভের প্রভাব পড়েনি। সুতরাং প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে করছেন, এবারেও কুর্সি থাকা উচিত শিন্ডে শিবিরের কাছেই।

প্রসঙ্গত, এখানে ‘বিহার মডেল’-এর উল্লেখ করে শিবসেনা মুখপাত্র নরেশ মাশকে সোমবার বলেন, “বিহার মডেল মেনে চলা উচিত। বিহারে যেমন বিজেপি আসন সংখ্যার দিকে না তাকিয়ে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিলেন, এখানেও তেমন একনাথকে মুখ্যমন্ত্রী করা উচিত।” এরই মধ্যে মেয়াদ শেষ হওয়ায় রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এসেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।

তবে অঙ্ক অতটাও সহজ নয়। মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন সংখ্যা ২৮৮। আর সরকার গড়তে প্রয়োজন ১৪৫টি আসন। কিন্তু এককভাবে কেউ সেই সংখ্যা পায়নি। বিজেপির ঝুলিতে আছে ১৩২টি আসন, একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং অজিত পওয়ারের কাছে রয়েছে ৪১টি আসন। সুতরাং সরকার গড়তে যে কোনও এক পক্ষের সমর্থন পেলেই চলবে বিজেপির।

তবে, এখনই জোট ভাঙতে চাইছে না কোনও পক্ষ। সূত্রের খবর, বিজেপি বৈঠকের মাধ্যমে ফড়ণবীসের মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে শিবসেনা এবং এনসিপি উভয়ের সমর্থন চায় বিজেপি। মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দেওয়ার জন্য গোপনে বৈঠকে করছে বিজেপি। তবে যতক্ষণ না ঠিক হচ্ছে কুর্সি কার, ততক্ষণ চেয়ার নিয়ে ‘কাড়াকাড়ি’র বিষয়টি প্রকাশ্যে আনতে চায় না কোনও পক্ষই। যদিও জানা গিয়েছে, ইতিমধ্যেই অজিত পওয়ারের এনসিপি জানিয়েছে ফড়ণবীস মুখ্যমন্ত্রী হলে সমর্থন করবে অজিত গোষ্ঠী।

শরিকদের সঙ্গে বৈঠকে যদি একমত হতে পারে, তাহলে দিল্লিতে বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে দেবেন্দ্র ফড়ণবীসের নাম ঘোষণা করা হতে পারে। তা না হলে কী হবে, সেই উত্তর অধরাই!

জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
জাস্টিন ট্রুডো কি সম্রাট নিরো হয়ে গেলেন?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
‘জমি মাফিয়ার মাৎস্যন্যায়’, কলকাতার গুলশনে বাংলাদেশি নাগরিক?
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক