ট্রেনে আপনি কোন সিট পাবেন, সেটা ঠিক হয় কীভাবে
Train: কেউ যদি ট্রেনের সংরক্ষিত কোচে টিকিট বুক করেন, তখন তাঁর জন্য একটি আসন নম্বর বরাদ্দ করা থাকে। ওই যাত্রী একই আসন নম্বরে ভ্রমণ করতে পারবেন।
নয়া দিল্লি: অনেক সময় দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে টিকিট পেতে অসুবিধা হয় ঠিকই, তবে তারপরও যাত্রীদের কাছে ট্রেনই পছন্দের বিকল্প। দূরের গন্তব্যে যাওয়ার সময় অনেকেই চান পছন্দের আসন পেতে, যেটা সবথেকে আরামদায়ক হবে। তবে সেই আসন পাওয়া কি সত্যিই সহজ?
ট্রেনে সাধারণত যাত্রীরা দুইভাবে যাতায়াত করতে পারেন। একটি হল সংরক্ষিত কোচে আর অন্যটি হল অসংরক্ষিত কোচে। ট্রেনের অসংরক্ষিত কোচকে সাধারণ কোচ বা জেনারেল কোচও বলা হয়। যে কোনও যাত্রী সাধারণ টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবেন। এতে যাত্রী সংখ্যা নির্দিষ্ট নয়। কিন্তু সংরক্ষিত কোচে তেমনটা হয় না।
কেউ যদি ট্রেনের সংরক্ষিত কোচে টিকিট বুক করেন, তখন তাঁর জন্য একটি আসন নম্বর বরাদ্দ করা থাকে। ওই যাত্রী একই আসন নম্বরে ভ্রমণ করতে পারবেন। তবে অনেকের মনেই প্রশ্ন আসে যে রেল কীভাবে কারও জন্য আসন বরাদ্দ করে। এর জন্য কী কোনও বিশেষ নিয়ম আছে?
আসলে রেলের ক্ষেত্রে আসন বণ্টন নিয়ে কোনও নিয়ম নেই। আগে বুকিং করলে আগে পাবেন আসন। ট্রেনের টিকিট বুক করার সময়, আপনি নীচের বার্থ, আপার বার্থ, মিডল বার্থ, সাইড লোয়ার বা সাইড আপার বেছে নেওয়ার বিকল্প পাবেন। আপনার পছন্দের আসন ফাঁকা থাকলেই আপনি সেটা পেয়ে যাবেন।