Rishabh Pant: ‘ছেলেবেলায় এসেছিলাম, পরিণত হয়েছি’, দিল্লির মসনদ ছাড়ার সময় স্মৃতিমেদুর ঋষভ পন্থ

DC, IPL 2025: দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টস আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছে ভারতীয় তারকাকে।

Rishabh Pant: 'ছেলেবেলায় এসেছিলাম, পরিণত হয়েছি', দিল্লির মসনদ ছাড়ার সময় স্মৃতিমেদুর ঋষভ পন্থ
Rishabh Pant: 'ছেলেবেলায় এসেছিলাম, পরিণত হয়েছি', দিল্লির মসনদ ছাড়ার সময় স্মৃতিমেদুর ঋষভ পন্থ
Follow Us:
| Updated on: Nov 26, 2024 | 6:21 PM

কলকাতা: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে ঋষভ পন্থের (Rishabh Pant) সফর শেষ। এ বার লখনউয়ের নতুন নবাব হওয়ার পথে পা বাড়াতে চলেছেন তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ। দিল্লির সঙ্গে তাঁর দীর্ঘ ৯ বছরের সম্পর্ক। তাতে ইতি টানা সহজ নয়। একটা টিমে এতগুলো বছর কাটালে মায়া জড়িয়ে যায়। দলটার ভালো সময়ে যেমন খুশিতে মেতে ওঠে মন, তেমনই খারাপ সময়ে কষ্টে ভরে যায় বুক। সেই ভালো-খারাপ মিলিয়েই দিল্লিতে বেশ কাটাচ্ছিলেন পন্থ। এ বার দিল্লির মসনদ ছাড়ার সময় স্মৃতিমেদুর হলেন ঋষভ।

নিজের সোশ্যাল মিডিয়া সাইট এক্সে দিল্লি ক্যাপিটালসের জন্য পন্থ মনের কথা প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন। সেখানে শুরুতেই তিনি লেখেন, ‘বিদায় বলা বরাবরই সহজ নয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এই সফরটা অসাধারণ বললেও যেন কম বলা হয়। এই টিমে থাকার সময় মাঠের মধ্যে কাটানো রোমাঞ্চকর মুহূর্তের সঙ্গে বাড়তি পাওয়া হল মাঠের বাইরের অসংখ্য মুহূর্তগুলো। একজন কিশোর হিসেবে আমি এখানে এসেছিলাম। আর আমি বিদায় নিচ্ছি একজন পরিণত মানুষ হিসেবে। গত ৯ বছরে আমি ও আমার টিম একসঙ্গে এত উন্নতি করব স্বপ্নেও ভাবিনি।’

দিল্লির ভক্তদের মন থেকে ধন্যবাদ জানিয়েছেন ঋষভ। তিনি তাঁদের জন্য লেখেন, ‘দিল্লিতে আমার এই সফরটা সবথেকে বেশি রঙিন করেছেন ফ্যানরা। তোমরা আমার জন্য স্লোগান দিয়েছো, আমাকে উৎসাহিত করেছো। আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে তোমরা সকলে পাশে ছিলে। এ বার বিদায় জানানোর সময়। তোমাদের ভালোবাসা সবসময় আমার হৃদয়ে থাকবে। এর পর আমি শুধু একজন ক্রিকেটার হিসেবে তোমাদের বিনোদন দেব। আমার পরিবার হওয়ার জন্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমার এই সফরটা এতটা সুন্দর হয়ে উঠেছে।’

পঁচিশের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে খেলতে দেখা যাবে ঋষভ পন্থকে। জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে তাঁকে ২৭ কোটিতে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ।

দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটারকে ভাই বলে সম্বোধন করেছেন। এবং মনের কথা তুলে ধরেছেন। সেখানে তাঁকে ভাইয়া বলে সম্বোধন করে রিপ্লাইও দিয়েছেন পন্থ।