Tapan Dutta Case: আদালতে ধাক্কা রাজ্যের, তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
Tapan Dutta Case: পরিবেশকর্মী তপন দত্ত খুনে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
কলকাতা : খারিজ হয়ে গেল রাজ্য সরকারের আবেদন। পরিবেশকর্মী তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এবার সেই রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তপন দত্ত খুনের ঘটনায় রাজ্যের মন্ত্রী তথা তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি অরূপ রায় সহ ১৩ জনের নাম উঠে এসেছিল। পরে ওই মামলার চার্জশিট থেকে ৮ জনের নাম বাদ গিয়েছিল। এরপরই আদালতের দ্বারস্থ হন তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত।
এর আগে সিঙ্গল বেঞ্চে এই মামলা চলাকালীন বিচারপতি কার্যত বিস্ময় প্রকাশ করেছিলেন, বিচারপতি। প্রশ্ন উঠেছিল সিআইডি তদন্তে কেন আটজনের নাম বাদ দেওয়া হল? মামলাকারী যে কেন সিআইডি তদন্তের ওপর আস্থা রাখতে পারছে না, তা অনেকাংশেই যুক্তিসঙ্গত মনে হয়েছিল আদালতের। তাই সিঙ্গল বেঞ্চের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়।
এরপর ওই মামলার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন ও রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। তবে রাজ্যের যুক্তি ধোপে টিকল না। সেই সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখা হল।
২০২১ সালের ৬ মে খুন হন তপন দত্ত। সেই সময় তৃণমূলের সদস্য ছিলেন তিনি। জলা জমি ভরাট করার বিরোধিতা করেছিলেন বলেই খুন করা হয় তপন দত্তকে। এমনই অভিযোগ সামনে আসে। অন্যতম অভিযুক্ত ছিলেন অরূপ রায়, কিন্তু সিআইডি যে চার্জশিট জমা দেয়, তাতে তৃণমূল নেতাদের নাম বাদ যায়। এরপর থেকেই স্ত্রী প্রতিমা দত্ত সিবিআই তদন্তের দাবিতে অনড় ছিলেন। গত জুন মাসে কলকাতা হাইকোর্ট তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।