কলকাতা: তৃণমূল-ত্যাগী অভিমানী তাপস রায়ের পরবর্তী রাজনৈতিক গতিবিধি কী হতে চলেছে, তা নিয়ে তুঙ্গে চর্চা। শুরু হয়েছে ফুলবদলের জল্পনাও। অর্থাৎ, বিজেপিতে যেতে পারেন, এমন কানাঘুষো ক্রমেই বাড়ছে। এসবের মধ্যেই এবার তাপস রায় জানালেন, অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গেও আজ ফোনে কথা হয়েছে বলে জানালেন তিনি। সঙ্গে এও বললেন, ‘অমিত মালব্যজি, মঙ্গল পাণ্ডেজি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।’ উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ঘাসফুল ছেড়েছেন তাপস। কেন্দ্রীয় এজেন্সি তাঁর বাড়িতে আসার নেপথ্যে নাকি সুদীপেরই হাত ছিল বলে দাবি তাপসের। একইসঙ্গে পুরনো দলের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের উপরেও তাপসের অভিমান, বাড়িতে ইডির হানার ৫২ দিন পরেও কোনও বার্তা না পাওয়ার জন্য।
আজ তাপস রায় বললেন, ‘আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। আজকের পর সকলের সঙ্গে আমিও যোগাযোগ করব, তাঁরাও যোগাযোগ করবেন। হ্যাঁ, অমিত মালব্যজি, মঙ্গল পাণ্ডেজি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।’ তৃণমূল ত্যাগ করার আগেই তিনি সরকারি ও দলীয় সব পদ ছেড়ে দিয়েছিলেন। বরাহনগরের বিধায়ক পদেও ইস্তফাপত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দিয়ে এসেছেন। আর তারপর বেরিয়ে এসে বলেছিলেন, তিনি ‘মুক্ত বিহঙ্গ’। এরপর আজ তাপস রায়ের এই মন্তব্য তাঁর দলবদলের জল্পনাকেই আরও উস্কে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। জানিয়ে দিলেন অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিশেষ করে উল্লেখ করলেন দুই বিজেপি নেতার নাম।
সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তাপস রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল এবং আজই বিকেলে বিজেপির দফতরে যেতে পারেন তিনি। তাহলে কি আজই সেই বড় চমক? সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহল।
কলকাতা: তৃণমূল-ত্যাগী অভিমানী তাপস রায়ের পরবর্তী রাজনৈতিক গতিবিধি কী হতে চলেছে, তা নিয়ে তুঙ্গে চর্চা। শুরু হয়েছে ফুলবদলের জল্পনাও। অর্থাৎ, বিজেপিতে যেতে পারেন, এমন কানাঘুষো ক্রমেই বাড়ছে। এসবের মধ্যেই এবার তাপস রায় জানালেন, অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গেও আজ ফোনে কথা হয়েছে বলে জানালেন তিনি। সঙ্গে এও বললেন, ‘অমিত মালব্যজি, মঙ্গল পাণ্ডেজি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।’ উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে ঘাসফুল ছেড়েছেন তাপস। কেন্দ্রীয় এজেন্সি তাঁর বাড়িতে আসার নেপথ্যে নাকি সুদীপেরই হাত ছিল বলে দাবি তাপসের। একইসঙ্গে পুরনো দলের নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের উপরেও তাপসের অভিমান, বাড়িতে ইডির হানার ৫২ দিন পরেও কোনও বার্তা না পাওয়ার জন্য।
আজ তাপস রায় বললেন, ‘আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। আজকের পর সকলের সঙ্গে আমিও যোগাযোগ করব, তাঁরাও যোগাযোগ করবেন। হ্যাঁ, অমিত মালব্যজি, মঙ্গল পাণ্ডেজি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।’ তৃণমূল ত্যাগ করার আগেই তিনি সরকারি ও দলীয় সব পদ ছেড়ে দিয়েছিলেন। বরাহনগরের বিধায়ক পদেও ইস্তফাপত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দিয়ে এসেছেন। আর তারপর বেরিয়ে এসে বলেছিলেন, তিনি ‘মুক্ত বিহঙ্গ’। এরপর আজ তাপস রায়ের এই মন্তব্য তাঁর দলবদলের জল্পনাকেই আরও উস্কে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। জানিয়ে দিলেন অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিশেষ করে উল্লেখ করলেন দুই বিজেপি নেতার নাম।
সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তাপস রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল এবং আজই বিকেলে বিজেপির দফতরে যেতে পারেন তিনি। তাহলে কি আজই সেই বড় চমক? সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহল।