Kolkata Metro: ‘বলেছিল ২০২৫ সালে করে দেব, এখন বলছে ছাব্বিশ’! মেট্রো উদ্বোধনের দিনই প্রতিবাদ বিক্ষোভ বউবাজারে
Bowbazar Metro Problem: স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-র দাবি, ৬ বছর হতে চলল এখনও ঘর ছাড়া মানুষরা নিজেদের বাড়ি ফিরে পেলেন না। এই সমস্যার সমাধান কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে, তবে বাসিন্দারা কবে নিরাপদে তাদের নিজেদের বাড়িতে ফিরতে পারবে, তার নিশ্চয়তা নেই।

কলকাতা: বউবাজার বিপর্যয়ের স্মৃতি এখনও অনেকের মনেই টাটকা। মাটির নিচের সেই সুড়ঙ্গ দিয়ে পাকাপাকিভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল শুরু হওয়াটা আর কয়েক ঘণ্টার অপেক্ষা। জুড়তে চলেছে শিয়ালদা ও এসপ্ল্যানেড স্টেশন। এবার সোজা হাওড়া থেকে যাওয়া যাবে সল্টলেক। মেট্রো চলাচলের সূচনা হতে চললেও এখনও এলাকার বহু পরিবার ঘরছাড়া। প্রায় ৬ বছর হতে চললেও এখনও অনেকেই ফিরে পাননি নিজেদের বসত বাড়ি। আর কত দিন ভাড়া বাড়িতে থাকতে হবে তাঁদের? কবে ফিরে পাবেন নিজেদের হারানো বাড়ি? প্রশ্ন ঘরহারাদের মুখে মুখে।
ফিরে দেখা ইতিহাস
২০১৯ সালের ৩১ অগস্ট রাতে ইস্ট ওয়েস্ট মেট্রো বৌবাজার এলাকায় সুড়ঙ্গের কাজ চলার সময় ধস নামার ফলে ভয়াবহ বিপর্যয় ঘটে যায়। দুর্গাপিতুরি লেনের একের পর এক বাড়িতে দেখা যায় বড় বড় ফাটল। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। পরবর্তীতেও আরও দু’বার ওই একই এলাকায় মেট্রোর কাজ চলার ফলে বিপর্যয় ঘটে। বেশকিছু বাড়ি এটাই ক্ষতিগ্রস্ত হয় যে পুরোপুরি ভেঙে ফেলতে হয়। দুর্গাপিতুরি লেন এখন দেখলে মনে হবে যেন যুদ্ধবিধ্বস্ত কোনও এলাকা। যদিও তারপর মেট্রো বিপর্যয়ে ঘর ছাড়া মানুষদের জন্য KMRCL তরফে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়।
স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-র দাবি, ৬ বছর হতে চলল এখনও ঘর ছাড়া মানুষরা নিজেদের বাড়ি ফিরে পেলেন না। এই সমস্যার সমাধান কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে, তবে বাসিন্দারা কবে নিরাপদে তাদের নিজেদের বাড়িতে ফিরতে পারবে, তার নিশ্চয়তা নেই। এতদিনে মাত্র দু’টো বাড়ির নির্মাণ কাজ চলছে। ফাটল দেখা গিয়েছিল এমন কিছু বাড়ি মেট্রোর তরফে মেরামতি করে বসবাস করার জন্য বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে বাকি বাড়ির বাসিন্দারা কবে নিজেদের বাড়ি ফিরে পাবেন সে বিষয়ে কোনও তরফেই কোনও স্পট বার্তা নেই। তাই বাসিন্দারাও যথেষ্ট উৎকণ্ঠায়।
স্থানীয় বাসিন্দাদের তরফে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁদের আবেদন, শিয়ালদা ও এসপ্ল্যানেড মেট্রো চলুক, সঙ্গে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাঁদের মাথার উপরের ছাদ৷ সূত্রের খবর, সেই দাবিতে আগামীকাল বউবাজার এক কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। এলাকায় ঘর ফিরে না পাওয়া মানুষরা একত্রিত হবে। প্রতিবাদে ধর্নায় সামিল হবেন বলে জানা যাচ্ছে। এরকমই এলাকার এক বাসিন্দা পাপিয়া রায় বলছেন, “আমাদের তিনজনের জন্য হোটেলে একটা ঘর দিয়েছে। চব্বিশে আমার ছেলের বিয়ের কথা ছিল। সমস্যার মধ্যে কোনওমতে ফ্ল্যাট থেকেই বিয়ে দিয়েছি।” আর এক বাসিন্দা বলছেন, “৬ বছর ধরে বাইরে আছি। কোনওমতে টিকে আছি। ওরা বলছে রোজই নতুন বাড়ি করে দেব। আগে বলেছিল ২০২৫ সালে করে দেব। এখন বলছে ২০২৬ হয়ে যাবে।”
