AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train: ১১ রাতের যাত্রাপথ, ভাড়া ৩৮,০০০, কলকাতা থেকে ছাড়ছে এই ট্রেন

Train: আইআরসিটিসি-র তরফে এই বিশেষ ট্রেনের সূচনার কথা জানানো হল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইআরসিটিসি-র জেনারেল ম্যানেজার মনোজ কুমার সিং জানিয়েছেন, আইআরসিটিসি এবং উত্তরাখণ্ড পর্যটন দফতর যৌথভাবে এই ট্রেন চালাবে।

Train: ১১ রাতের যাত্রাপথ, ভাড়া ৩৮,০০০, কলকাতা থেকে ছাড়ছে এই ট্রেন
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 06, 2024 | 11:28 PM
Share

কলকাতা: একটি স্টেশনে নেমে, লাগেজ কাঁধে বারবার গাড়ি পাল্টে যেতে হলে ঘোরার আনন্দটাই মাটি হয়ে যায়। যদি এক ট্রেনেই অনেকগুলো জায়গায় ভ্রমণ সম্ভব হয়, তাহলে মন্দ হয় না। এবার সেই সুযোগ এনেছে রেল। কলকাতা থেকে সোজা নৈনিতাল বা আলমোড়াপ মতো জায়গায় নিয়ে যাবে একটি ট্রেন। বদলের প্রয়োজন নেই, ওই ট্রেনে বসেই সবটা প্রত্যক্ষ করা যাবে। কলকাতা থেকেই ছাড়বে সেই ট্রেন।

আইআরসিটিসি-র তরফে এই বিশেষ ট্রেনের সূচনার কথা জানানো হল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইআরসিটিসি-র জেনারেল ম্যানেজার মনোজ কুমার সিং জানিয়েছেন, আইআরসিটিসি এবং উত্তরাখণ্ড পর্যটন দফতর যৌথভাবে এই ট্রেন চালাবে।

মোট ১০ দিন ও ১১ রাত ট্রেনে কাটিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন ট্রেনের যাত্রীরা। ৩ এসি ক্লাসে নিয়ে যাওয়া হবে ওই যাত্রীদের। মূলত ‘দেবভূমি’ বলতে যে এলাকাগুলি বোঝায়, উত্তরাখণ্ডের সেই সব জায়গায় নিয়ে যাবে আইআরসিটিসি।

কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ওই ট্রেন। পথে পড়বে আলমোড়া, তাল, ভীমতাল, নৈনিতালের মতো জায়গায়। আগামী ৩ ডিসেম্বর যাত্রা শুরু করবে ওই ট্রেন। কলকাতায় ফিরে আসবে আগামী ১৩ ডিসেম্বর। ‘ভারত গৌরব’ নামে ওই ট্রেনটির ব্যবস্থা যে বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না।

দুটি পৃথক ভাড়ার চার্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইআরসিটিসি কর্তা। স্ট্যান্ডার্ড শ্রেণির ক্লাসের যাত্রীদের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ৩০ হাজার ৯২৫ টাকা, ডিলাক্স ক্লাসের ভাড়া থাকছে ৩৮ হাজার ৫৩৫ টাকা।