Kolkata Police: ‘চোর আয়া…’ বলেই ঢুকেছিল এলাকার বাসিন্দাদের ঘরে, ফুলবাগান থেকে গ্রেফতার রাজস্থানের দুষ্কৃতী
Kolkata: জানা গিয়েছে, অভিযুক্ত দুষ্কৃতীরা দৌড়ে সল্টলেকের পূর্বাঞ্চলের একটি আবাসনে ঢুকে পড়ার চেষ্টা করে। আবাসনের চার তলায় উঠে পড়ে তারা। পুলিশও পিছু নেয়। পরবর্তীতে নিরাপত্তরক্ষীদের তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায় সল্টলেকের 'বেঙ্গল টেনিস অ্যাকাডেমির' কাছে। তবে সেখান থেকেই গ্রেফতার হয়।

কলকাতা: একজন নয়, দু’জন নয় একসঙ্গে গ্রেফতার তিনজন দুষ্কৃতী। সল্টলেক থেকে গ্রেফতার করা হয়েছে এই তিন রাজস্থানের দুষ্কৃতীকে। পলাতক একজনের খোঁজে চলছে তল্লাশি। রাজস্থানের একটি খুনের মামলায় অভিযুক্তরা গা ঢাকা দিয়েছিল কলকাতায়। খবর পেয়ে পুলিশ ফুলবাগান এলাকায় পৌঁছলে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। পরে ধরা পড়ে তাঁরা। একদম সিনেমার মতো কায়দা করে অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত দুষ্কৃতীরা দৌড়ে সল্টলেকের পূর্বাঞ্চলের একটি আবাসনে ঢুকে পড়ার চেষ্টা করে। আবাসনের চার তলায় উঠে পড়ে তারা। পুলিশও পিছু নেয়। পরবর্তীতে নিরাপত্তরক্ষীদের তাড়া খেয়ে সেখান থেকে পালিয়ে যায় সল্টলেকের ‘বেঙ্গল টেনিস অ্যাকাডেমির’ কাছে। তবে সেখান থেকেই গ্রেফতার হয়।
এই ঘটনার পরই কলকাতার মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অন্য রাজ্য থেকে দুষ্কৃতীরা এসে এই রাজ্যে গা ঢাকা দিচ্ছে। এটা কি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য? প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “নানা ভাবে তারা ট্রেনে-বাসে করে এসে আবাসনে লুকিয়ে থাকছে। জনগণ ও পুলিশের STF এর দলের সাহায্যে পুরো টিমটাকে ধরা হয়েছে। একজন এখনও ধরা পড়েনি। আমার মনে হচ্ছে ইন্টালিজন্স কম ছিল। পুলিশের সঙ্গে সাধারণের যোগাযোগ হয়ত কম ছিল।” এদিকে এই ঘটনার পর আতঙ্কিত ওই আবাসনের বাসিন্দারা। এক বাসিন্দা বলেন, “একজন এসে বলছে চোর আয়া হ্যায়…ভদ্রলোক আমার থেকে অনেক লম্বা। আমি ওকে দরজা খুলে দিই। উনি চার তলায় উঠে যায়। আমি তো ভয়ে আছি। এভাবে কেউ ঘরে ঢুকে পড়ল।”
