Kunal Ghosh: তোমার আমার একই নাম, দেড়শো গ্রাম-দেড়শো গ্রাম: কুণাল
Kunal Ghosh: কুণাল সাংবাদিক বৈঠক করে শনিবার আবারও অভিযোগ করেন বাম এবং অতিবামেরা এই আন্দোলনকে বিপথে পরিচালিত করেছে। সঙ্গে উল্লেখ করেছেন, পুলিশের তদন্তই সঠিক ছিল। কারণ সিবিআই অভিযুক্ত হিসাবে শুধুই সিভিক ভলান্টিয়রের নাম উল্লেখ করছে।
কলকাতা: ৯০ দিন অতিক্রান্ত। বিচার পায়নি তিলোত্তমা। শনিবারও বিচার চেয়ে পথে নেমেছে নাগরিক সমাজ। কবে পাবে তিলোত্তমা তাঁর ন্যায় বিচার। এই প্রশ্ন যখন বারেবারে উঠছে। সেই সময় ফের একবার সাংবাদিক বৈঠক করে চিকিৎসকদের একাংশকে দুষলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বরাবরের মতো আক্রমণ শানাতে ভুললেন না বামেদেরও।
কুণাল সাংবাদিক বৈঠক করে শনিবার আবারও অভিযোগ করেন বাম এবং অতিবামেরা এই আন্দোলনকে বিপথে পরিচালিত করেছে। সঙ্গে উল্লেখ করেছেন, পুলিশের তদন্তই সঠিক ছিল। কারণ সিবিআই অভিযুক্ত হিসাবে শুধুই সিভিক ভলান্টিয়রের নাম উল্লেখ করছে। এরপর নাম না করে চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে আক্রমণ শানান কুণাল।
তৃণমূল নেতা বলেন, “বিচিত্র বীর্য গোস্বামী দেড়শো গ্রামের গল্প ছড়িয়ে দিল। তোমার আমার একই নাম, দেড়শো গ্রাম-দেড়শো গ্রাম। যে যা পারল করল। আমি সোমা বলছি…সেখানে কী রগরগে বর্ণনা। সেই ভিডিয়ো ছড়িয়ে গেল। পরে জানা গেল ফেক। ফলে তাঁরা যাঁদের উদ্দেশ্য প্রণোদিতভাবে কাদা লাগাতে চাইছেন, তাঁদের নাম তদন্তে না এলেই আমরা সেটা মানব না। এটা কীভাবে হতে পারে?” তাঁর আরও সংযোজন, “আমি কলকাতা পুলিশকে মানব না, আমি সিবিআই-কে মানব না? এটা কীভাবে হতে পারে? এরা ভেবেছে কী? গোটা সিপিএম বাম-অতিবাম মিলিয়ে এগারোশোর বেশি লোক ছিল না। আদালতেও আস্থা নেই এদের?” তবে চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই বিষয় টিভি ৯ বাংলাকে জানিয়েছেন, “এটা এত নিম্নমানের নিম্নরুচির বিষয়। এটা নিয়ে মনে হয় না আলোচনার প্রয়োজন আছে।”