AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajanya and Prantik: সজলের পুজোয় রাজন্যা-প্রান্তিক, কীসের ইঙ্গিত?

Rajanya and Prantik at Santosh Mitra Square: সজলের পাশে তখন দাঁড়িয়ে রয়েছেন রাজন্যা ও প্রান্তিক। সজল যখন কথাগুলি বলছিলেন, বারবার মাথা নেড়ে তাঁকে সমর্থন করেন প্রান্তিক। সজলকে প্রশ্ন করা হয়, তাহলে তৃণমূলের নেতা-নেত্রীর পা পড়ল আপনার পুজোয়? প্রশ্ন শুনেই তাঁর জবাব, "ওকে (রাজন্যা) আমি আর তৃণমূল ধরছি না। ও সত্যিকে সত্যি বলে। দেরিতে হলেও বলেছে।"

Rajanya and Prantik: সজলের পুজোয় রাজন্যা-প্রান্তিক, কীসের ইঙ্গিত?
রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে সজল ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 29, 2025 | 12:25 AM
Share

কলকাতা: তাঁদের ২ জনকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। শাসকদলের ছাত্র সংগঠনের সেই দুই নেতা নেত্রী প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদারকে নিয়ে পুজোতেও নতুন গুঞ্জন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল তাঁদের। এর পিছনে কি রাজনৈতিক কোনও বার্তা রয়েছে? কী বলছেন সজল ঘোষ? কী বলছেন রাজন্যা ও প্রান্তিক?

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো নিয়ে এমনিতে প্রশাসনের সঙ্গে সজল ঘোষের টানাপোড়েন চলছে। রোজ পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি। তার মধ্যেই এদিন সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল রাজন্যা ও প্রান্তিককে। এর পিছনে কি কোনও রাজনৈতিক বার্তা রয়েছে?

প্রশ্ন শুনেই সজল বললেন, “সব কিছুতে রাজনীতি খোঁজার কী আছে। এখানে রাজনীতির কী আছে? ও (রাজন্যা) আমার বোনের মতো। আমরা কখনও টিভিতে লড়াই করেছি। কখনও আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেটা থাকবে। এরকম আরও অনেকে আসেন। তোমরা দেখতে পাও না। রাজন্যা আগেও আসতেন।”

সজলের পাশে তখন দাঁড়িয়ে রয়েছেন রাজন্যা ও প্রান্তিক। সজল যখন কথাগুলি বলছিলেন, বারবার মাথা নেড়ে তাঁকে সমর্থন করেন প্রান্তিক। সজলকে প্রশ্ন করা হয়, তাহলে তৃণমূলের নেতা-নেত্রীর পা পড়ল আপনার পুজোয়? প্রশ্ন শুনেই তাঁর জবাব, “ওকে (রাজন্যা) আমি আর তৃণমূল ধরছি না। ও সত্যিকে সত্যি বলে। দেরিতে হলেও বলেছে।”

সজলকে দাদা বলে সম্বোধন করে রাজন্যার জবাব, “অপারেশন সিঁদুর আবেগঘন বিষয়। এখানে আগেও এসেছি।” অন্যদিকে প্রান্তিক বলেন, “এর সঙ্গে রাজনীতি নেই। ৮০ শতাংশ পুজো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট রয়েছে। এখানে নরেন্দ্র মোদীর কাট আউট থাকলে দোষের কী। এখানে যাঁরা আসেন, তাঁরা সবাই কি বিজেপি?”