Weather Update Today: ফেব্রুয়ারিতেই যেন ‘মাথার ঘাম পড়ছে পায়ে’, ৩০ ডিগ্রির উপরে তাপমাত্রা
Today Weather Update: একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝার জেরে বরফ পড়ছে কাশ্মীরে ঠিক সেই সময় বাংলায় এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বেড়ে চলছে তাপমাত্রা। চলতি মাসে আসানসোলে ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা ।আজ কলকাতার সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতা: বাংলা মাসের ক্যালেন্ডার বলছে এখন সময়টা বসন্তকাল। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। রাস্তায় বেরলেই লাগছে গরম। ফেব্রুয়ারি মাসেই তাপমাত্রা পৌঁছেছে ৩০ ডিগ্রিতে। তবে হাওয়া অফিস বলছে, শুক্রবার পর্যন্ত একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি হয়েছে বজ্রপাতেরও
একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝার জেরে বরফ পড়ছে কাশ্মীরে ঠিক সেই সময় বাংলায় এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বেড়ে চলছে তাপমাত্রা। চলতি মাসে আসানসোলে ৩৫ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা ।আজ কলকাতার সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ,নদিয়ায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্রবার হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,কলকাতা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুত্-সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
কোথায় কত তাপমাত্রা
আসানসোল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান ৩২.০ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস হাওড়া ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস আলিপুর ৩১.০ ডিগ্রি সেলসিয়াস দিঘা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস