AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাত ঠিক ১১টা ১, কলকাতার আকাশে মহাজাগতিক ঘটনা, চাঁদ হবে ‘রক্ত-লাল’

Lunar Eclipse: আকাশ পরিষ্কার থাকলে শুধু কলকাতা নয়, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই থেকেও দেখা যাবে ওই দৃশ্য। কোনও বিশেষ চশমারও প্রয়োজন হবে না। খালি চোখেই দেখা যাবে।

রাত ঠিক ১১টা ১, কলকাতার আকাশে মহাজাগতিক ঘটনা, চাঁদ হবে 'রক্ত-লাল'
Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 6:25 PM
Share

কলকাতা: দীর্ঘ সময় পর আজ, রবিবার কলকাতার আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। চাঁদ পুরোপুরি চলে যাবে পৃথিবীর প্রচ্ছায়াকোণে। একটু একটু করে আড়ালে চলে যাবে চাঁদ। চাঁদের রঙ হয়ে যাবে রক্তের মতো লাল। বেশ কয়েক ঘণ্টা ধরে দেখা যাবে সেই দৃশ্য। সেই বিষয়ে বিস্তারিত জানালেন পজিশনাল অস্ট্রোনোমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন।

রবিবার এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হওয়ার কথা। পূর্ণগ্রাসের সময় ১ ঘণ্টা ২২ মিনিট। আর মোট গ্রহণের সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা। গ্রহণ শুরু হবে রাত ৯টা ৫৭ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত ১১টা ১ মিনিটে আর শেষ হবে রাত ১২টা ২৩ মিনিটে। চাঁদ ক্রমে ক্রমে পুরোপুরি প্রচ্ছন্নকোণ থেকে বেরবে ১টা ২৭ মিনিটে।

সাম্প্রতিককালে এরকম গ্রহণের অবস্থা তৈরি হতে দেখা গিয়েছে একাধিকবার। ২০১৮ সালের ২৭ ২৮ জুলাই সবথেকে দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ দেখা যায়, যাতে সময় লেগেছিল ১ ঘণ্টা ৪৩ মিনিট। ২০২২-এর ৮ নভেম্বর ১ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলে গ্রহণ। এছাড়া ২০২৩-এর অক্টোবরে একটা আংশিক গ্রহণ দেখা গিয়েছে। পরবর্তীতে ভারত থেকে এরকম পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে ২০২৮-এর ৩১ ডিসেম্বর।

রবিবার বিস্তীর্ণ অঞ্চল থেকে দেখা যাবে এই গ্রহণ। অস্ট্রেলিয়া, এশিয়া, আফ্রিকা, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস গ্রহণ। আর পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদের রঙ লাল হয়ে যাবে বলেও জানিয়েছেন সঞ্জীব সেন।