কলকাতা: আদালতে এবার তৃণমূল বনাম তৃণমূল। তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন আর এক তৃণমূল নেতা। সন্দেশখালির তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানালেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক আলী মোল্লা। তিনি বর্তমানে সন্দেশখালির বেরমজুর – ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বে রয়েছেন। এর আগেও দিলীপ মল্লিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের যুবনেতা মইনুদ্দিন মোল্লা। এবার সেই একই পথে হাঁটলেন হাজি সিদ্দিক। তা নিয়েই এখন জোর চর্চা সন্দেশখালিতে। ঠিক কী অভিযোগ রয়েছে দিলীপের বিরুদ্ধে?
হাজি সিদ্দিকের অভিযোগ, দীর্ঘদিন থেকেই দিলীপ তাঁর অনুগামীদের নিয়ে এলাকায় বেআইনি কাজ করছেন। এ নিয়ে দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। কিন্তু, পাল্টা তাঁর বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। দায়ের হয়েছে এফআইআর।
থানা থেকে দিলীপের কাছে হাজিরার জন্য নোটিসও পাঠানো হয়েছে। সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাজি সিদ্দিক। এছাড়াও পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলাও দায়ের করেছেন তিনি।