Rain in Durga Puja: আর বৃষ্টি হবে না? পুজোর মধ্যেই কী বলছে আবহাওয়া দফতর?

Rain in Durga Puja: বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল বাংলার নানা প্রান্তে। জল ছাড়া নিয়েও ডিভিস-র সঙ্গে বিস্তর টানাপোড়েনও চলে। সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Rain in Durga Puja: আর বৃষ্টি হবে না? পুজোর মধ্যেই কী বলছে আবহাওয়া দফতর?
পুজোয় বৃষ্টি?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2024 | 6:26 PM

কলকাতা: সপ্তমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টিতে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা। হাওয়া অফিস বলছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, পুজোয় যে বৃষ্টি হবে সে কথা আগেই জানিয়ে রেখেছিল হাওয়া অফিস। কিন্তু, তার তীব্রতা কতটা হবে তা নিয়ে বাড়ছিল চাপানউতোর। এদিকে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত পরপর নিম্নচাপের সাক্ষী থেকেছে বাংলা। 

বাংলার পাশাপাশি ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল বাংলার নানা প্রান্তে। জল ছাড়া নিয়েও ডিভিস-র সঙ্গে বিস্তর টানাপোড়েনও চলে। সরাসরি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরইমধ্যে দরজায় কড়া নাড়তে থাকে পুজো। পুজোও যে কাটবে দুর্যোগের আবহে সে কথা বারবার বলা হয় আবহাওয়া দফতরের তরফে। কিন্তু, তীব্রতা নিয়ে চলতে থাকে চাপানউতোর। যদিও পুজোর মুখে জানানো হয়, বৃষ্টি হলেও তা মূলত হবে বিক্ষিপ্তভাবেই। তাই বর্ষাসুরের কবলে পড়ে পুরো পুজোই যে মাটি হচ্ছে এমনটা নয়। 

এরইমধ্যে ষষ্ঠীর সকালে মুষলধারার কবলে পড়ে কলকাতা। প্রবল বৃষ্টিতে ভেসে যায় শহরের নানা প্রান্ত। অন্যদিকে বৃষ্টির সাক্ষী থেকে জেলাগুলিও। সপ্তমীর সকাল থেকে কলকাতা থেকে জেলা, সর্বত্রই রোদের দেখা মিললেও মেঘলা আকাশ যে পুরোপুরি ঢাকা পড়েছে এমনটা নয়। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতেও দেখা যায়। তবু নতুন করে কোনও নিম্নচাপের পূর্বাভাস না থাকায় খুশি উৎসব মুখর বাঙালি।