Rain Forecast in Dashami: আরও শক্তি বাড়ছে অতি গভীর নিম্নচাপের! কলকাতায় জারি কমলা সতর্কতা, ভাসবে আর কোন কোন জেলা
Rain Forecast in Durga Puja: একাদশীর সকালে অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। পুরীর কাছাকাছি স্থলভাগের প্রবেশ করার সম্ভাবনা বেশি। যে কারণে ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

কলকাতা: বাপের বাড়ি ছেড়ে কৈলাসে ফিরছেন উমা। আর সেই দশমীতেই ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে নবমীর রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্য়েই অতি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে। দশমীতে সারাদিন সারাদিন অতি গভীর নিম্নচাপ শক্তিশালী হবে। একাদশীর সকালে অতি গভীর নিম্নচাপ রূপেই এই সিস্টেম ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। পুরীর কাছাকাছি স্থলভাগের প্রবেশ করার সম্ভাবনা বেশি। যে কারণে ৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তেমনটাই বলছে আবহাওয়া দফতর। তবে স্থলভাগে ঢোকার পর তার গতিপ্রকৃতি কেমন থাকবে, কতটা শক্তিক্ষয় হয় সেটাই দেখার।
এদিকে নিম্নচাপের জেরে অন্য়ান্য জেলার পাশাপাশি ভালই বৃষ্টি দেখা যেতে পারে কলকাতাতেও। এদিন কলকাতায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নবমীতেই আবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় দমকা বাতাসেক দাপটে মণ্ডপের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়া অফিস বলছে দশমী একাদশীতেও দমকা হাওয়ার দাপট চলতেই থাকবে। ফলে পূজা মণ্ডপগুলির ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। ভয় বিসর্জনেও। কারণ এই নিম্নচাপ ঝড়ের গতিবেগ থাকতে পারে ৭০ থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রায় ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। সে কারণেই শুক্রবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দশমীতে কোথায় কোথায় বৃষ্টি?
দশমীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কলকাতার পাশাপাশি হাওড়াতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। অতি বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল জেলাতে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলা গুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। অন্যদিকে আবহাওয়া দফতর বলছে দ্বাদশী থেকে ত্রয়োদশীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ-সিকিমে। প্রবল বৃষ্টিতে বিপাকে পড়তে পারেন উত্তরের পর্যটকরা। দশমীতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টির সঙ্গে দ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।
