AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: মেট্রো লাইনে হু হু করে ঢুকল জল, বন্ধ হয়ে গেল পরিষেবা

Kolkata Metro: মাত্র দু'দিন পর কলকাতায় একসঙ্গে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন হবে। তার আগেই পুরনো লাইনে ফের বিভ্রাট। বন্ধ রইল পরিষেবা।

Kolkata Metro: মেট্রো লাইনে হু হু করে ঢুকল জল, বন্ধ হয়ে গেল পরিষেবা
মেট্রোয় বিভ্রাটImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2025 | 5:01 PM
Share

কলকাতা: ক্রমশ বিস্তৃত হচ্ছে কলকাতা মেট্রো। জুড়ে যাচ্ছে শহর থেকে শহরতলি। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রেল লাইনের সঙ্গেও মেট্রোর সংযোগ বাড়ছে। কিন্তু পুরনো লাইন, অর্থাৎ গড়িয়া-দক্ষিণেশ্বর সংযোগকারী ব্লু লাইনের বেহাল অবস্থা সামনে এল আরও একবার। ফের মেট্রোর লাইনে জমে গেল জল।

বৃষ্টি হলে অনেক সময় রেল লাইনে জল জমে যাওয়ায় পরিষেবা ব্যহত হয়। কিন্তু মেট্রো লাইনেও যদি জল জমে, তাহলে চিন্তার কথা। বুধবার সকালে ফের একবার লাইনে ঢুকে গেল জল। প্রথমে আপ লাইন ও পরে ডাউন লাইনে জল ঢুকে যায়, ফলে ব্যস্ত সময়ে সম্পূর্ণ বন্ধ করে দিতে হয় মেট্রো পরিষেবা।

বুধবার নেতাজি ভবন ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝে লাইনে জল ঢুকে যায়। ফলে পরিষেবা সম্পূর্ণ বিঘ্নিত হয়। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হয়। যাত্রীরা চরম অসুবিধায় পড়েন। একদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকায় মুস্কিলে পড়েছেন ওই লাইনের যাত্রীরা। তার মধ্যে জল ঢোকার সমস্যা। সাম্প্রতিক সময়ে এই সমস্যা দেখা গিয়েছে আগেও। অনুমান করা হচ্ছে, বুধবার সকালে বেশ কিছুক্ষণ একটানা বৃষ্টি হওয়ায় এভাবে জল ঢুকে যায়।

দুপুর ১২টা ১৬ মিনিট পর্যন্ত বন্ধ ছিল মেট্রো পরিষেবা। কয়েকদিন আগেই মেট্রোর জেনারেল ম্যানেজার বলেছিলেন লাইন দ্রুত মেরামত করা জরুরি। এদিন ফের সেটা একবার স্পষ্ট হল।

এর আগে কালীঘাটেও এভাবে জল ঢুকতে দেখা গিয়েছে। কলকাতা মেট্রো সেন্ট্রাল ড্রেনেড সিস্টেম বা কেন্দ্রীয় নিকাশি ব্যবস্থা সেটা দিয়ে জল বের হতে শুরু করেছিল। সর্বোচ্চ মাত্রা পেরিয়ে জল উঠে গেলে এই নিষ্কাশন প্রক্রিয়া বন্ধ করে দিতে হয়।

সেই জল যখন যতীন দাস পার্ক এবং কালীঘাট মেট্রো স্টেশনের মাঝের লাইনের উপরে দেখা যায়, তখনই জল নিষ্কাশন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। এরপরই লাইনে জল জমে থাকতে দেখা যায়। কালীঘাট এবং যতীন দাস পার্কের মাঝে প্রথম জল দেখা দেয় লাইনের উপরে, তারপর নেতাজি ভবন মেট্রো স্টেশনের লাগোয়া অংশেও জল দেখা যায়।