Weather Update: হালকা রেস্ট, আবার দৌড়বে বৃষ্টি! কবে থেকে?
Weather Update: উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ওপরের দিকে বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির বিরতি। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা।

কলকাতা: যা পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েকদিনে, তাতে অনেকেরই মনে প্রশ্ন, বৃষ্টি কবে থামবে, কী বলছে আবহাওয়া দফতর! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল ও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ওপরের দিকে বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির বিরতি। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা।
কলকাতায় আজ অর্থাৎ সোমবার আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৮ থেকে ৯৭ শতাংশ।
কিন্তু কেন এই পরিস্থিতি?
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত। মঙ্গল ও বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা।

