Weather Update: রাতে ঠাণ্ডার অনুভূতি থাকলেও বাড়বে তাপমাত্রা! স্লগ ওভারে কেমন ব্যাটিং করবে শীত?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 14, 2022 | 4:34 PM

Kolkata Weather: মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Weather Update: রাতে ঠাণ্ডার অনুভূতি থাকলেও বাড়বে তাপমাত্রা! স্লগ ওভারে কেমন ব্যাটিং করবে শীত?
রাজ্যবাসীর মন ভরাতে পারবে শীত? ছবি:PTI

Follow Us

কলকাতা : আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। আবহাওয়া (Weather Update) দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে এই ক’দিন। আগামী পাঁচ দিন দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। তার পর থেকে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। ধীরে ধীরে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে রাতের তাপমাত্রা। একইরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে বলে আগাম আভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রও এবার তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ, রাতের বেলায় শীতের অনুভূতি এখনও থাকলেও, দিনের বেলায় বেশ গরম থাকবে। যদিও আগামী কয়েকদিন ভোরের দিকে এবং রাতের সময় শীতের অনুভূতি থাকবে। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ভোরের পর ঘড়ির কাঁটা যত এগিয়েছে, বেলা যত গড়িয়েছে, সেই সঙ্গে শীতের অনুভতি অনেকটাই কমেছে।

দেখতে দেখতে ডিসেম্বর, জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি। মরশুমি হিসেবে শীতের বিদায় নেওয়ার পালা এসে গিয়েছে। হালকা শীতের অনুভূতি রয়েছে বটে। এদিকে এবারের শীতের মরশুমে বার বার হোঁচট খেয়েছে শীত। কারণ, পশ্চিমী ঝঞ্ঝা। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে বার বার ব্যাহত হয়েছে শীত। এবারের মরশুমে শীতের লম্বা ব্যাটিং সেই অর্থে দেখা যায়নি। তবে এবার শেষ বেলায় স্লগ ওভারে দাপিয়ে ব্যাটিং করার সুযোগ থাকছে। কারণ, আগামী কয়েকদিন রাজ্যের সব জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনাও প্রায় নেই। কেবল উত্তরের দুই পাহাড়ি জেলা – দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আরও পড়ুন : আশুতোষ কলেজের পাশে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ! উঠল ‘গো ব্যাক’ স্লোগান

আরও পড়ুন : ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বাধা দিচ্ছে প্রশাসন! আমি বিব্রত’, পুরভোটের মনোনয়ন মামলায় মন্তব্য বিচারপতির

Next Article