Weather Update : সকালে ঠান্ডার আমেজ, আরও কমবে তাপমাত্রা; জাঁকিয়ে শীত কবে?

Weather Update : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর জলীয় বাষ্প জমছে। যা ৫ ডিসেম্বরে দিকে নিম্নচাপে পরিণত হবে।

Weather Update : সকালে ঠান্ডার আমেজ, আরও কমবে তাপমাত্রা; জাঁকিয়ে শীত কবে?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2022 | 7:47 PM

কলকাতা: অগ্রহায়ণ মাসের ১৫ দিন কেটে গিয়েছে। এখনও সেভাবে শীতের পোশাক পরতে হচ্ছে না। তবে ঠান্ডার আমেজ রয়েছে। কিন্তু কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। আশার বার্তা শোনা যাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতরের তরফেও। তবে আজ কিছুটাও হলে ‘ঠান্ডা’ বার্তা শোনাল আবহাওয়া দফতর। জানাল, আগামী তিনদিনে আরও এক ডিগ্রি কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী তিনদিনে তা কমে ১৫ ডিগ্রি হতে পারে। কিন্তু, তার নীচে তাপমাত্রা নামার কোনও বার্তা দিল না আবহাওয়া দফতর। উল্টে জানাল, এখনই তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামার কোনও সম্ভাবনা নেই।

সকালের দিকে এখন ঠান্ডার আমেজ রয়েছে। ডিসেম্বরের শুরুতে তাপমাত্রার পারদ আরও নামার আশায় বঙ্গবাসী। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। কারণ, এখন রাজ্যে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই। সকালের দিকে কিছুটা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে গরম বাড়ে।     

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর জলীয় বাষ্প জমছে। যা ৫ ডিসেম্বরে দিকে নিম্নচাপে পরিণত হবে। কিন্তু, এই নিম্নচাপের প্রভাব তামিলনাডু ও দক্ষিণ অন্ধ্রের উপর পড়বে। পশ্চিমবঙ্গে এর খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু, সোমবার-মঙ্গলবারের দিকে কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা মেঘ থাকবে। ফলে রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। এখন দিনের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তা নেমে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।