West Bengal Weather Forecast: লাল সর্তকতা জারি! কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা হাওয়া অফিসের
West Bengal, Kolkata Weather Tomorrow: সোম ও মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলাতে। সোমবার তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার। যদিও আবহাওয়া দফতর বলছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। শনিবার থেকেই মোটের উপর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তেমনটাই বলছে আবহাওয়া দফতর।
রাত পোহালেই আবার কলকাতায় পুজোর কার্নিভ্যাল। তবে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। সকাল থেকে সন্ধ্যার মধ্যে কখনও কখনও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে তা হালকা থেকে মাঝারি মানের। একটানা বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আকাশ মোটের উপর মেঘলাই থাকবে।
সোম ও মঙ্গলবারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলাতে। সোমবার তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে।
পুজোর শেষেই শক্তিশালী নিম্নচাপের রক্ষচক্ষু দেখা গিয়েছিল বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতর বলছে নিম্নচাপের অভিমুখ বর্তমানে ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে। তবে এখনও উত্তাল থাকছে সমুদ্র। সে কারণেই মৎসজীবীদের সুমদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও। শনিবারই প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি। মালদা ও দক্ষিণ দিনাজপুরে হলুদ সর্তকতা থাকছে।
