West Bengal Weather: পুজোর মুখে আবহাওয়ার গুগলি! উত্তরবঙ্গে বৃষ্টি শেষ, এবার খেলা শুরু হবে দক্ষিণবঙ্গে, আজ কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
West Bengal, Kolkata Weather Report: কলকাতা সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

কলকাতা: মা দুর্গার এবার গজে আগমন। শস্য-শ্যামলায় ভরে উঠবে ধরিত্রী। তবে পুজোর আগে বৃষ্টি থেকে মুক্তি মিলছে না। দুর্গাপুজোর আগেই নিম্নচাপের ঘনঘটা তৈরি হয়েছে বাংলার আকাশে (Weather Update)। বঙ্গোপসাগরের উপরে আগামী ২৫ সেপ্টেম্বরই নিম্নচাপ (Depression) তৈরি হবে। তার জেরে বৃষ্টি বাড়বে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ সোমবার কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি হবে।
কলকাতা সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলাতেও।
কলকাতার আবহাওয়া-
কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৭ শতাংশ। সর্বনিম্ন আর্দ্রতা থাকবে ৭০ শতাংশ।
আজ দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। সোম ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া-
আজ সোমবার মূলত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দু-এক পসলা ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে।
মঙ্গলবারে মূলত মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার কিছু অংশে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বুধবার এবং বৃহস্পতিবারে বৃষ্টি হবে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
কলকাতার পাশাপাশি আজ দক্ষিণ ২৪ পরগণাতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া-
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। স্থানীয়ভাবে দু এক জায়গায় কখনো বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনাই নেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আজ সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মালদা ও দুই দিনাজপুরে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গের সব জেলাতেই। স্থানীয়ভাবে বর্জ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। কিন্তু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
