Kolkata & West Bengal Weather: স্থলভাগে ঢুকে পড়েছে অতি গভীর নিম্নচাপ, আজ ভাসানের সময় কোথায় কোথায় তুমুল বৃষ্টি হবে? জেনে নিন লেটেস্ট আপডেট
West Bengal, Kolkata Weather Report: দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: উমার বিদায়বেলায় ভাসাল বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ একাধিক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার। আজ শুক্রবার, একাদশীর দিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ কোথায় কোথায় বৃষ্টি হবে? জেনে নিন আবহাওয়ার আপডেটে-
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ গতকাল রাতেই স্থলভাগে প্রবেশ করেছে। ওড়িশার গোপালপুর দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে অতি গভীর নিম্নচাপ, বর্তমানে গোপালপুর উপকূলেই তার অবস্থান। এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৮ শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৮ শতাংশ।
দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।
অন্যদিকে, উত্তরবঙ্গের উপরেও ঘনাচ্ছে বিপদ। আজ উত্তরবঙ্গের তিন জেলা- দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ।
উত্তরবঙ্গ ও সিকিমে ৩ দিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামতে পারে। আচমকা হড়পা বান আসতে পারে পাহাড়ি নদীতে। সিকিম, ভুটানের জলে বিপদ আরও বাড়তে পারে।
উত্তর-পশ্চিম ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জোড়া ফলায় দুর্ভোগ বাড়বে। জম্মু-কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
