Weather Report: অপেক্ষা করছে নিম্নচাপ, পুজোয় এবার কোন কোন দিন বৃষ্টি শহরে
Weather Report: ঘূর্ণাবর্তের জেরে ২৩ তারিখে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানেই শেষ নয়। এরপরই আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপই সময়ের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

কলকাতা: বর্ষা বিদায় নিলেও বৃষ্টির ফাঁড়া কিছুতেই কাটছে না শহরের উপর থেকে। গত কয়েকমাসে বারবার বৃষ্টিতে আগেই অনেক ক্ষতি হয়েছে মৃৎশিল্পীদের। তারপরও প্রতিমা প্রস্তুত। প্যান্ডেলের কাজও প্রায় শেষ। তবে স্বস্তি নেই এখনও। বৃষ্টিতে পুজো পণ্ড হওয়ার আশঙ্কা প্রবল। কোন কোন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটাও জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
২১ সেপ্টেম্বর মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনা হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকেই। আর তার ঠিক এক সপ্তাহ পরই সপ্তমী। তার আগেই শুরু হয়ে যাবে নিম্নচাপের প্রভাব। শুরু হবে বৃষ্টি। হাওয়া অফিসের তরফে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গে আগামী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু করে ২ অক্টোবর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি ক্রমশ বাড়বে। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও।
ঘূর্ণাবর্তের জেরে ২৩ তারিখে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানেই শেষ নয়। এরপরই আরও একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই নিম্নচাপই সময়ের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ধীরে ধীরে তা বাংলা ও ওড়িশা উপকূলের দিকে সরে আসবে। সেই সময় বৃষ্টি ক্রমেই বাড়বে।
