AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mihir Goswami: ‘এটা বিধানসভা, খৈনি টিপবেন না’, স্পিকারের ধমক খেতেই মিহির বললেন…

West Bengal Assembly: মিহির বললেন, 'আসলে আমি জোয়ান খাই। সাধারণত জোয়ানটা ঝেড়ে নিতে হয়। কারণ, অনেক সময় এর মধ্যে নোংরা থাকে। আমি জোয়ান খাচ্ছিলাম, তখন উনি ভেবেছিলেন খৈনি।'

Mihir Goswami: 'এটা বিধানসভা, খৈনি টিপবেন না', স্পিকারের ধমক খেতেই মিহির বললেন...
বিমান বন্দ্যোপাধ্যায় ও মিহির গোস্বামী
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 1:52 PM
Share

কলকাতা: বিধানসভায় অধিবেশন (West Bengal Assembly) কক্ষে নিজের আসনে বসে খৈনির মতো করে কিছু ডলছিলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)। আর তা দেখে হাসতে হাসতেই তাঁকে ধমক দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘এটা বিধানসভা, খৈনি টিপবেন না।’ এদিন বিধানসভায় নদী ভাঙন নিয়ে কথা হচ্ছিল। বিধানসভার অধ্যক্ষকে মিহির গোস্বামী বলেন, ‘আপনি বিরোধীদের কিছু বলতে দেন না।’ এরপর স্পিকারকে নিয়ে বেশ কিছু কথা বলেন মিহির। সেই সময় স্পিকার পাল্টা বলেন, আপনার বিরুদ্ধে প্রিভিলেজ করতে পারি। স্পিকার বলেন, ‘নদী ভাঙন নিয়ে সর্বদল কমিটি গঠন করে কেন্দ্রের কাছে যাওয়ার কথা ছিল। আপনারা (বিজেপি) সেই প্রস্তাব এনেছিলেন। কিন্তু দুর্ভাগ্য আপনারা যাননি।’

জবাবে মিহির গোস্বামী বলেন, ‘নদী ভাঙন নিয়ে সর্বদল টিম করে যেতে রাজি আছি।’ স্পিকার বিরোধীদের ভূমিকায় খানিক হতাশা প্রকাশ করে বলেন, ‘আপনারাই প্রস্তাব দিয়েছিলেন যে রাজ্যের প্রতিনিধি দল কেন্দ্রের কাছে গিয়ে বিষয়গুলি উত্থাপন করবে। কিন্তু দুর্ভাগ্য, আপনারাই গেলেন না।’ যখন এই সব কথাবার্তা চলছে, তখন বিধানসভার অধিবেশন কক্ষে নিজের আসনে বসে খৈনির মতো দেখতে কিছু একটি ডলছিলেন মিহির গোস্বামী। আর তা দেখে আরও বিরক্ত হন স্পিকার। হাসতে হাসতেই একটু ধমকের সুরে খৈনি টিপতে নিষেধ করেন।

যদিও পরে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিহিরবাবু বিষয়টি খোলসা করেন। বিজেপি বিধায়কের কথায়, তিনি খৈনি নয়, জোয়ান খাচ্ছিলেন। বললেন, ‘আসলে আমি জোয়ান খাই। সাধারণত জোয়ানটা ঝেড়ে নিতে হয়। কারণ, অনেক সময় এর মধ্যে নোংরা থাকে। আমি জোয়ান খাচ্ছিলাম, তখন উনি ভেবেছিলেন খৈনি। তারপর আমি বললাম, না আমি জোয়ান খাচ্ছি। তখন উনি হেসে ফেলেন। জোয়ান অনেকটা খৈনির মতোই দেখতে। যখন আমি জোয়ান হাতে ঘষে মুখে দিতে যাচ্ছি, তখন উনি ভেবেছেন হয়ত খৈনি।’