কলকাতা: পশ্চিমবঙ্গে বেড়েছে জিএসটি সংগ্রহ। এমনকি, দেশের গড় জিএসটি সংগ্রহ বৃদ্ধির হারের থেকে বাংলার জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার বেশি। রবিবার এক্স হ্যান্ডলে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অভ্যন্তরীণ আর্থিক শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। জিএসটি সংগ্রহ বৃদ্ধি পাওয়ায় অর্থ দফতরকেও অভিনন্দন জানান।
এদিন এক্স হ্যান্ডলে মমতা লেখেন, ২০২৪-২৫ অর্থবর্ষে তার আগের অর্থবর্ষের চেয়ে ৪ হাজার ৮০৮ কোটি টাকা বেশি জিএসটি সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ। যা আগের অর্থবর্ষের চেয়ে ১১.৪ শতাংশ বেশি। সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের জিএসটি সংগ্রহ বৃদ্ধির গড় হার ৯.৪৪ শতাংশ। ফলে দেশের গড় জিএসটি সংগ্রহ বৃদ্ধির হারের চেয়ে পশ্চিমবঙ্গে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার ২ শতাংশ বেশি বলে সোশ্যাল মিডিয়ায় লেখেন মুখ্যমন্ত্রী।
রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটিতে জিএসটি সংগ্রহ অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন মমতা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ২০২৩-২৪ অর্থবর্ষের চেয়ে ২০২৪-২৫ অর্থবর্ষে ১৯০৮ কোটি টাকা বেশি জিএসটি সংগ্রহ হয়েছে। রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটিতে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হার ৩১.০৫ শতাংশ।
বাংলার জিএসটি সংগ্রহ বৃদ্ধির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, “এগুলোই দেখিয়ে দেয় যে স্বনির্ভরতা এবং অর্থনৈতিক শৃঙ্খলায় আমরা বিশ্বাস করি।” বাংলার অর্থনীতিকে যে রাজ্যের মানুষের কল্যাণে ব্যবহার করাকে রাজ্য প্রশাসন গুরুত্ব দিয়ে দেখে, তাও এর থেকে প্রতিফলিত হয় বলে এক্স হ্যান্ডলে লেখেন মুখ্যমন্ত্রী। জিএসটি সংগ্রহে এই ‘সাফল্য’-র জন্য অর্থ দফতরের ধন্যবাদ জানান তিনি।