West Bengal By-Polls Result 2024: ছ’টি উপনির্বাচনের সর্বশেষ রেজাল্ট, এক নজরে দেখে নিন কে কত ভোট পেল…

West Bengal By-Polls Result 2024: প্রশ্ন উঠছিল, এবার কি একটু চাপে ফেলা যাবে তৃণমূলকে? কারণ, এই জয় যে ২০২৬ এর বিধানসভার ভোটের ফলাফল কী হতে পারে সেই দিকে সামান্য হলেও ইঙ্গিত করবে তা বুঝতে বাকি নেই ওয়াকিবহাল মহলের।

West Bengal By-Polls Result 2024: ছ'টি উপনির্বাচনের সর্বশেষ রেজাল্ট, এক নজরে দেখে নিন কে কত ভোট পেল...
কে কত আসনে জিতল?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Updated on: Nov 23, 2024 | 6:52 PM

কলকাতা: উপভোটের দিনক্ষণ যখন ঘোষিত হয়েছে সেই সময় সারা বাংলা উত্তাল হচ্ছে চিকিৎসকদের আন্দোলনে। আরজি কর ইস্যুতে তাঁতছে বঙ্গ। স্বাস্থ্য় ব্যবস্থার হাল-হকিকত তুলে ধরে বারেবারে এ রাজ্যের প্রশাসনিক প্রধানদের সঙ্গে মিটিং করেছেন জুনিয়র ডাক্তাররা। জেলা হোক বা কলকাতা আম নাগরিক নেমেছেন পথে। বিচার চেয়েে। শাসকদলকে কোণঠাসা করতে আরজি কর ইস্য়ুকে হাতিয়ার করতে কিন্তু ভোলেনি কোনও বিরোধ দল। তা সে বিজেপি হোক বা সিপিএম। এই আবহের মধ্যে ছয় কেন্দ্রের উপভোটের দিকে তাকিয়ে ছিল গোটা রাজনৈতিক মহল তথা আম-জনতা। প্রশ্ন উঠছিল, এবার কি একটু চাপে ফেলা যাবে তৃণমূলকে? কারণ, এই জয় যে ২০২৬ এর বিধানসভার ভোটের ফলাফল কী হতে পারে সেই দিকে সামান্য হলেও ইঙ্গিত করবে তা বুঝতে বাকি নেই ওয়াকিবহাল মহলের। অবশেষে ২৩ নভেম্বর বেরল উপভোটের ফলাফল। আর ছ’টি কেন্দ্রে ছয়ে-ছয় পেল তৃণমূল। এবারও শূন্য বামেরা। একা লড়ে কংগ্রেসেরও জমানত বাজেয়াপ্ত। আর জেতা আসন হারিয়ে পর্যুদস্ত বিজেপি। এক নজরে ভোটে কে কত পেল দেখে নিন…

কেন্দ্র        তৃণমূল            বিজেপি        বাম          কংগ্রেস

সিতাই       ১৬,৫৯৮৪     ৩৫,৩৪৮    ৩,৩১৯,      ৯,১৭৭

মাদারিহাট  ৭৯০৫১        ৫১০৮১            –            ৩,০২৩

নৈহাটি       ৭৮,৭৭২    ২৯,৪৯৫     ৭,৫৯৩,     ৩,৮৮৩

হাড়োয়া      ১৫,৭০৭২   ১৩,৫৭০      –                 ৩,৭৬৫

মেদিনীপুর  ১১৪১৪৬  ৮০৯৫৬    ১১,০৩৯      ৩, ৬৩৩ (পোস্টার ব্যালট বাদে)

তালডাংরা    ৯৮৪৪৯    ৬৪৮৪৪   ১৯,৪৩০     ২,৮২২