Ballygung By-Election: অতীত কি সহজে মোছে?, ‘পদ্ম কাঁটায়’ বিদ্ধ বাবুলের ঘাসফুলে লড়াই বেশ কঠিন
Babul Supriyo: এই তো কিছুদিন আগে, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন বাবুল।

কলকাতা: ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Ballygung By-Election)। এই কেন্দ্র প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। রাজনৈতিকমহল বলছে, খুব স্বাভাবিকভাবেই এমন জনপ্রিয় মুখের কাছে যে কেউই ম্লান। তার উপর প্রার্থী যদি হন বাবুল সুপ্রিয়, তা হলে চাপ আরও কিছুটা বেড়ে যায় বটে। তাদের পর্যবেক্ষণ, বাবুল সুপ্রিয়র অতীত এত সহজে ভুলে যাননি রাজ্যের মানুষ। এই তো কিছুদিন আগে, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন বাবুল। সেখানে সমানে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। সেই বাবুলই বছর ঘুরতে না ঘুরতে তৃণমূলের হয়ে ভোট চাইলে মানুষ কি এত সহজে মেনে নেন? রাজনৈতিক মহল বলছে, তৃণমূলও ভালই বুঝতে পারছে সে সব। সে কারণেই তাঁর হয়ে ভোট চাইতে বিশাল র্যালি করতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
বালিগঞ্জ বিধানসভা এলাকার ভোটে নির্ণায়ক শক্তি হিসাবে কাজ করে সংখ্যালঘু ভোট। রাজনৈতিক মহল বলছে, বাবুল বিজেপিতে থাকাকালীন এনআরসি-সহ বিভিন্ন ইস্যুতে যে ধরনের মন্তব্য করেছেন, তা সংখ্যালঘুদের একাংশের ভাবাবেগে আঘাত করেছে। তাই বালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী হিসাবে বাবুলের নাম ঘোষণা হতেই শুরু হয় ফিসফাস।
বালিগঞ্জের মুসলিম ভোট ব্যাঙ্ক কি বাবুলের উপর ভরসা রাখবে? সূত্রের খবর, এ ভাবনা রয়েছে তৃণমূলের অন্দরেও। এদিন সে কারণেই হয়ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছে, “বাবুল সুপ্রিয়কে নিয়ে যদি কারও মনে কিন্তু থাকে, তাঁদের বলব কোনও ব্যক্তি নয়, আপনি দলকে ভোট দিচ্ছেন।” আরও একধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “বাবুল জয় শ্রী রাম ছেড়ে জয় বাংলার আদর্শ গ্রহণ করেছেন।”
বাবুল সুপ্রিয়কে দিয়ে বালিগঞ্জে ভোট বৈতরণী পার করা যে যথেষ্ট চ্যালেঞ্জিং তা দলও বুঝছে। লোকসভা ভোটের অঙ্ক আর বিধানসভা কিংবা স্থানীয় ভোটের অঙ্ক এক নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, লোকসভায় ভোট দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের দল কিছুটা গুরুত্ব পায়। কিন্তু বিধানসভা বা পুর, পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে সমীকরণটাই বদলে যায়। ফলে বাবুল দু’বার আসানসোল লোকসভার ভোটে জিতলেও বালিগঞ্জে মোটেই ‘খেলা’ সহজ হবে না।
সে কারণেই হয়ত এদিন বারবারই সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে সংখ্যালঘু অধ্যুষিত পার্ক সার্কাস, মল্লিক বাজারে সেই নেতার আবেগকেই হাতিয়ার করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সুব্রতবাবুর সঙ্গে এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষেরই সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। বালিগঞ্জই তাঁর সবকিছু ছিল। হঠাৎ করে বাবুল সুপ্রিয় প্রার্থী হয়ে গেলেও, তাঁকে জেতানোর জন্য দলকেও যথেষ্ট কসরত করতে হচ্ছে।





