Mamata Banerjee: ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা মমতার, চিঠিতেও লিখলেন ‘আমি মর্মাহত’
Raj Bhawan: ২০২১ সাল থেকে এ রাজ্যে এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে হইচই শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা কক্ষও সরগরম হয়েছিল এই ইস্যুতেই।
কলকাতা: মঙ্গলবার, ২০ জুন রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (Paschimbanga Diwas) পালিত হবে। রাজভবনের এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সোমবার একটি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘আমি মর্মাহত যে আপনি ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাদিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন।’ এই ধরনের অনুষ্ঠান না করার জন্য রাজ্যপালকে অনুরোধ দেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যপাল বোসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনে কথোপকথন হয় বলে চিঠিতে উল্লেখ করে তিনি লেখেন, এই ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রে কোনও আলোচনা ছাড়া, একক সিদ্ধান্তের ভিত্তিতে হবে না, এমনই কথা হয়েছে।
মমতা চিঠিতে লেখেন, এইদিনে বাংলা ভাগ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারও সঙ্গে কোনও আলোচনা ছাড়া এই দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে চিহ্নিত করেছে। এটি অসাংবিধানিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন মমতা। রাজ্যপালকে চিঠিতে মমতা উল্লেখ করেন, ‘আমরা এর বিরোধিতা করেছি।’ রাজ্য ক্যাবিনেটের কোনও সম্মতি ছাড়া একক সিদ্ধান্তে রাজ্যপাল এই অনুষ্ঠান করছেন বলে উল্লেখ করেছেন চিঠিতে। স্বাধীনতার পর থেকে আমরা পশ্চিমবঙ্গে এরকম কোনও প্রতিষ্ঠা দিবস পালন করিনি বলেও লেখেন মুখ্যমন্ত্রী।
২০২১ সাল থেকে এ রাজ্যে এই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে হইচই শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা কক্ষও সরগরম হয়েছিল এই ইস্যুতেই। শুভেন্দুর বক্তব্য ছিল, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করুক রাজ্য। পাল্টা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এমন কোনও দিবস পালনের রেকর্ড বিধানসভায় নেই। তা নিয়েই তরজা বেধেছিল বিধানসভায়। বিজেপির দাবি, ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। তাই এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করার কথা বলে তারা।
এ বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল। এই সৃষ্টির পিছনে বহু বরেণ্য মানুষের অবদান ছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মেঘনাদ সাহা, সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতো বহু মানুষ ছিলেন। যাঁরা শ্যামাপ্রসাদের রাজনীতিকে সমর্থন করতেন না তাঁরাও এগিয়ে এসেছিলেন। কোনও রাজনীতির জন্য নয়। আজকে পশ্চিমবঙ্গে বসবাস করে আমরা যে ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০ জুন। এই দিন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।”